25-12-2020, 07:35 PM
(25-12-2020, 02:20 AM)Jholokbd1999 Wrote: ভাই আপনার লিখার কিছু ত্রুটি শুরুতে বলেছিলাম, এবং সেগুলো শুধরিয়ে নিয়েছেন,, গল্প কিন্তু ভালোই লেগেছে। অসাধারণ। আপনার লিখনি ধরণ নিয়ে বলবার ভাষা নেই অসাধারণ । এত সুন্দর ভাবে শেষ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাাদ। আরো অনেক অনেক গল্প
আপনার থেকে।
তবে উপম্যাস বা গল্পের শেষে পাঠক হিসেবে ব্যক্তিগত ভাবে পূর্ণ ত্রিপ্তি পাইনি। না আসলে আপনার দোষ না আবারও বলছি। কিন্তু বলছি এটা ভেবে যে হয়তো মুন দা থাকলে শেষে একটু পরিবর্তন ও আসতে পারতো। শেষ পরিনতি টা কারো ক্ষেত্রেই পরিত্রিপ্তি দিচ্ছেনা আমায়। হতে পারতো।
পরিশেষে ভালোবাসা রইলো দাদা। ♥
আর শেষ পরিনিতি টা কেমন হয়েছে বলতে পারবো না করাণ আমি যে ঘটনার জাল বুনেছিলাম সেই হিসাবে শুধু শেষ করেছি।
হা অনেকে ভেবে রেখেছিল অঞ্জলী আর অমিতের মিলন হবে। কিন্তু আমার মনে হয়েছে যারা ত্যাগী তাদের জীবনটা ত্যাগ আর পরিক্ষার ভিতর দিয়েয় যায় । যেটা অঞ্জলী করে গেছে। তবুও পরিনিতিটা কেমন হলে ভালো হতো, যদি সময় হয় কষ্ট করে দু লাইন লিখেন। ধন্যবাদ
""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !!