25-12-2020, 07:31 PM
(25-12-2020, 02:20 AM)Jholokbd1999 Wrote: ভাই আপনার লিখার কিছু ত্রুটি শুরুতে বলেছিলাম, এবং সেগুলো শুধরিয়ে নিয়েছেন,, গল্প কিন্তু ভালোই লেগেছে। অসাধারণ। আপনার লিখনি ধরণ নিয়ে বলবার ভাষা নেই অসাধারণ । এত সুন্দর ভাবে শেষ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাাদ। আরো অনেক অনেক গল্পমুনদা থাকলে অবশ্যই ভালো হতো এটাও আমি আপনি সবাই জানি কারন প্রতিটা লেখক গল্প শুরুর আগে গল্পের শুরু আর শেষটা ভেবে রাখে আর সেই হিসাবে গল্পের মাঝে বিন্যাস ঘটে। আমি জানি না মুদদা কি ভেবে রাখছিলো তাই এর থেকে বেশি আমার কাছে আশা করা উচিত না। আর সব থেকে বড় কথা আমি কোন বড় মাপের লেখক না গল্পটা শেষ করাটাই আমার বড় স্পধার ব্যাপার।
আপনার থেকে।
তবে উপম্যাস বা গল্পের শেষে পাঠক হিসেবে ব্যক্তিগত ভাবে পূর্ণ ত্রিপ্তি পাইনি। না আসলে আপনার দোষ না আবারও বলছি। কিন্তু বলছি এটা ভেবে যে হয়তো মুন দা থাকলে শেষে একটু পরিবর্তন ও আসতে পারতো। শেষ পরিনতি টা কারো ক্ষেত্রেই পরিত্রিপ্তি দিচ্ছেনা আমায়। হতে পারতো।
পরিশেষে ভালোবাসা রইলো দাদা। ♥
তবুও এই ক্ষুদ্র লেখকের ক্ষুদ্র প্রচেষ্টার সাথে থাকার জন্য ভালবাসা ও ধন্যবাদ রইলো।
""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !!