Thread Rating:
  • 67 Vote(s) - 3.36 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance শেষের পাতায় শুরু (Completed)
(25-12-2020, 10:27 AM)ddey333 Wrote: কি ভাবছিলাম আর কি হলো শেষে , master stroke রিতিকার !!
নারীর হৃদয় যে কত বড় কত বিশাল আর উদার হতে পারে আজ ও প্রমান করে দিয়েছে। আর তার সঙ্গে সঙ্গে রিশুর মতো ভন্ড দাম্ভিক আর মেকি চরিত্রের পুরুষদের সবার মাঝে উলঙ্গ করে বাদর নাচ নাচিয়ে দিয়েছে !!!
কি বলবো আর , একজন পুরুষ হিসেবে নিজেরই মাথা আজ লজ্জায় অবনত হয়ে গেলো এই পর্বটা পড়তে পড়তে।

কি করবে এখন আমাদের শ্রীমান অম্বরীষ সান্যাল ???
এখন আবার ঝিনুকের গায়ের গন্ধ খুঁজে বেড়াচ্ছে বেহায়া নির্লজ্জের মতো ,সেই অধিকার কি আর আছে আর ওর ?
সব শেষ হয়ে গেলো , আজ থেকে আমি এই গল্পটা পড়া বন্ধ করে দিলাম !!!!!!!!

(25-12-2020, 12:02 PM)Mr Fantastic Wrote: খুব দুর্ভাগ্য আর ন্যাক্কারজনক ঘটনা। তাহলে ডাক্তার তুমিও শেষে আদিম রিপুর তাড়নায় বশবর্তী হয়ে এই জঘন্য মানসিকতার পরিচয় রাখলে ? কোথায় গেল সেই আদর্শবান স্থিতধী ব্যক্তিত্ব যে পরনারীর সাথে যৌনতায় মেতে থাকা ইন্দ্রজিতের নাক ঘুষি মেরে ফাটিয়ে দিয়েছিলো, বা ডান্সফ্লোরে অসভ্যতামি করা ছেলে দুটোকে ধাক্কা দিয়ে নিজের বোনকে শাসন করেছিল ? কেউই পাপ-পুণ্যের উর্ধে নয়, রিতিকাও তাই। রিতিকা পরে থেমে গিয়ে রিশুর চোখে আঙুল দিয়ে ভুলটা দেখিয়ে চরিত্রবান নারীর পরিচয় রাখলেও শুরুতেই কেন বাধা দেয় নি ? রিতিকাকে পুরোপুরি  বিশ্বাস করা যাচ্ছে না এখনও। তাও ঋতিকাকে দেখে বলবো, সৃষ্টির অপার বিস্ময় এই নারী, একই অঙ্গে কতো রূপ। পুরুষরা অনেকসময়ই তার যথাযথ মর্যাদা রাখতে পারে না। 

(25-12-2020, 12:15 PM)golam7005 Wrote: দাদা গত দুই দিন পড়ে গল্পটা এই পর্যন্ত শেষ করলাম। রিশুর চরিএ যে ভাবে build up হয়েছে তাতে গত পর্বের রিশুকে আমার কাছে খুব বেমানান লাগছে।মনে হচ্ছে ঝিনুক কে ভালো করে দেখানোর জন্য রিশুকে ছোট করা হয়েছে। তারপরও দাদার যা ইচ্ছা।

(25-12-2020, 02:14 PM)ddey333 Wrote: ঝিনুক কি পাপ করেছে , কি দোষ ওর যে ওকে জোর করে ভালো দেখাতে হবে, তাও আবার অন্য কাউকে খারাপ দেখিয়ে ?????
ওর যা অতীত সেটা আজ রিশুর এই মহাপাপের কাছে কিছুই নয় , ভালোবাসার কাঙাল মেয়েটা অপরিণত বয়েসে একটা ভুল করে ফেলেছিলো কিন্তু সময় থাকতে বুঝে থেমেও গেছিলো
আজ যদি রিতিকা জোর করে না থামাতো তাহলে রিশু কি থামতো ??
যদিও রিশু মহাপুরুষ নয় , আমাদের মতোই রক্তমাংসের সাধারণ একটা মানুষ ,তাহলেও এই ভুলের একটা শাস্তি ওর হওয়া খুব জরুরি .....

(25-12-2020, 03:09 PM)golam7005 Wrote: bro রিশুকে যে ভাবে উপস্থাপন করা হয়েছে তাতে রিতিকার সাথে অল্প সময়ে এরকম যে কিছু হবে তা মন মানতে চাইছে না। যদি রিশু ঔ রকম হত তাহলে সে আগেই অন্য মেয়েদের সাথে কিছু করত।
তা ছাড়া বোনকে শাসন করা পার্টি না করা বিয়ার না খাওয়া যদি মায়ের আচল ধরে থাকা হয় তা হলে তাই ভাল।


আপনাদের সবার উত্তর একসাথে লিখছি, আলাদা আলাদা করে নয়! তার কারণ ---
দোষ গুন মিলিয়েই মানুষ, ষড় রিপুর অধীনে মানুষ, গল্পের নায়ক বলে মানুষ যে সেই ষড় রিপুর ওপরে চলে যাবে তা নয়! তবে এখানে আমার কিছু বক্তব্য আছে! তার জন্য আপনাদের রিশুর জুতো পায়ে গলাতে হবে, শুধু মাত্র সাদা কালো অক্ষর পড়ে গেলে চলবে না! রিতিকার ভাষায়, ডক্টর সান্যাল সব কিছু বইয়ে লেখা থাকে না, ঠিক তেমন, বন্ধুরা, সব কিছু গল্পে লেখা থাকে না, কিছু তার বাইরেও থাকে। তাহলে সেটা কি? রিশু মানসিক দ্বন্দে ভীষণ ভুগছে, তার ওপরে রেস্তোরাঁতে বসে রিতিকার মুখে ঝিনুকের সব ঘটনা শুনে আরও বেশি কাতর, আরো বেশি মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছে। এই সময়ে এক সুন্দরী নারী, ওর ব্যাগ গুছাতে এলো, পরিস্থিতিটা একবার ভাবুন, বাইরে ঝড়, মনের ভেতরে তান্ডব! কোনদিকে যাবে রিশু সেই দ্বন্দ প্রবল ভাবেই ওর মনের মধ্যে চলছে! কথায় আছে "ডুবতে হুয়ে কো এক তিনকে কা সাহার চাহিয়ে", রিশুর ভরা ডুবি জীবন! সামনে যাকে পেয়েছে তাকেই আঁকড়ে ধরতে চেষ্টা করেছে! সেই অবস্থায় যে কোন মানুষের পা পিছালতে পারে! রিশু ধিক্কারের পাত্র তবে ঝিনুককে উঁচু করে দেখানর জন্য রিশুকে নিচু করা হয়েছে এমনটি কিন্তু নয়! মানুষ যখন প্রবল মানসিক দ্বন্দে ভোগে তখন অনেক কিছুই পিছলে যায়! এক মহাকাব্যের এক প্রবাদপ্রতিম মহামহিম পুরুষ তাঁর সন্তানসম্ভবা স্ত্রী কে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে বনে পাঠিয়ে দিয়েছিলেন, তাও সেই পুরুষের জয়ধ্বনি করা হয়! এখানে রিশু কিন্তু সেই মহামহিম পুরুষ নয়, আপনার আমার মতন রক্ত মাংসে গড়া এক মানুষ ! সেই একটা ঘটনা কখন সেই মানুষের সম্পূর্ণ চরিত্র বলে ধরে নেওয়া উচিত নয় !!!!!
(এটা পিনুরামের একান্ত নিজেস্ব মতামত, অন্য কারুর সাথে নাও মিলতে পারে! না মিললে ক্ষমা করে দেবেন!)
[Image: 20210115-150253.jpg]
[+] 7 users Like pinuram's post
Like Reply


Messages In This Thread
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 18-10-2020, 01:30 PM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 21-10-2020, 04:16 PM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 22-10-2020, 03:41 AM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 21-10-2020, 04:13 PM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 22-10-2020, 02:49 PM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 27-10-2020, 02:59 AM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 28-10-2020, 12:21 PM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 28-10-2020, 10:20 PM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 29-10-2020, 01:29 AM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 30-10-2020, 11:22 AM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 01-11-2020, 01:37 AM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 02-11-2020, 12:51 PM
পর্ব আট – (#2-38) - by pinuram - 08-12-2020, 05:19 PM
RE: পর্ব আট – (#2-38) - by pinuram - 09-12-2020, 06:58 PM
Block Guest Users! - by pinuram - 09-12-2020, 11:47 PM
RE: Block Guest Users! - by dreampriya - 10-12-2020, 09:46 AM
RE: Block Guest Users! - by pinuram - 10-12-2020, 12:18 PM
পর্ব আট – (#6-42) - by pinuram - 14-12-2020, 11:37 PM
পর্ব আট – (#7-43) - by pinuram - 14-12-2020, 11:38 PM
পর্ব আট – (#8-44) - by pinuram - 14-12-2020, 11:38 PM
RE: শেষের পাতায় শুরু - by pinuram - 25-12-2020, 03:59 PM



Users browsing this thread: 46 Guest(s)