25-12-2020, 03:34 PM
(25-12-2020, 02:54 AM)Biddut Roy Wrote: বুঝলাম মানুষ পাপ পুর্নের উর্ধ্বে নয়।
রিশুকে প্রথম থেকেই ভালো ছেলে হিসেবে জেনেছি আমরা। কিন্তু সামান্য পরিচয়ে একটা অল্প পরিচিত মেয়ের শরীরে কামনার হাত দিতে তার বিবেক বাধা দেয়নি।
যে রিশু বোনকে অন্য ছেলের কামনার হাত থেকে রক্ষা করে আনে কিন্তু নিজেই সেই কামনার পাল্লায় পড়ে গেলো।
ধিক্কার জানাই এই রিশুকে।
একদম ঠিক বলেছেন, মানুষ পাপ পুন্যের উর্ধ্বে নয়, মানুষের মধ্যে ষড় রিপু কাজ করে! গল্পের নায়ক মানেই এই নয় যে সে মহামানব, সে এই জগতের বাসিন্দা, দোষ গুন তার মধ্যেও বর্তমান !!!!!!