25-12-2020, 02:20 AM
ভাই আপনার লিখার কিছু ত্রুটি শুরুতে বলেছিলাম, এবং সেগুলো শুধরিয়ে নিয়েছেন,, গল্প কিন্তু ভালোই লেগেছে। অসাধারণ। আপনার লিখনি ধরণ নিয়ে বলবার ভাষা নেই অসাধারণ । এত সুন্দর ভাবে শেষ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাাদ। আরো অনেক অনেক গল্প
আপনার থেকে।
তবে উপম্যাস বা গল্পের শেষে পাঠক হিসেবে ব্যক্তিগত ভাবে পূর্ণ ত্রিপ্তি পাইনি। না আসলে আপনার দোষ না আবারও বলছি। কিন্তু বলছি এটা ভেবে যে হয়তো মুন দা থাকলে শেষে একটু পরিবর্তন ও আসতে পারতো। শেষ পরিনতি টা কারো ক্ষেত্রেই পরিত্রিপ্তি দিচ্ছেনা আমায়। হতে পারতো।
পরিশেষে ভালোবাসা রইলো দাদা। ♥
আপনার থেকে।
তবে উপম্যাস বা গল্পের শেষে পাঠক হিসেবে ব্যক্তিগত ভাবে পূর্ণ ত্রিপ্তি পাইনি। না আসলে আপনার দোষ না আবারও বলছি। কিন্তু বলছি এটা ভেবে যে হয়তো মুন দা থাকলে শেষে একটু পরিবর্তন ও আসতে পারতো। শেষ পরিনতি টা কারো ক্ষেত্রেই পরিত্রিপ্তি দিচ্ছেনা আমায়। হতে পারতো।
পরিশেষে ভালোবাসা রইলো দাদা। ♥