24-12-2020, 07:41 PM
(24-12-2020, 01:23 PM)Mr Fantastic Wrote: মূল লেখক যদি গল্পটা পড়তেন তাহলে যে অসম্ভব খুশি হতেন কোনো সন্দেহ নেই। গল্পটা আলাদা উচ্চতায় নিয়ে গেছেন। ভীষণ প্রানবন্ত, উত্তেজনাপূর্ণ কাহিনী, বিশেষ করে অন্তিম পর্ব তো মন ছুঁয়ে গেল।অঞ্জলির আশঙ্কা অমূলক নয়, কিন্তু সেটাই চিরন্তন নয়। ও অমিতের কথা ভাবল না ? অমিতের কাছে শরীরের চাহিদার থেকেও হৃদয়ের ভালোবাসা যে অনেকগুণ বেশি ছিল। অঞ্জলি চিরকাল প্রবাদপ্রতিম আর এক উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে অমিত আর ম্যাগির জীবনে।সেটাও ঠিক কিন্তু জানেন তো অঞ্জলী ত্যাগের মহিমা। শারিরিক সুখটা না হয় বাদই দিলাম কিন্তু অমিতকে একটা সন্তান ও দিতে পারবে না। তাহলে কি করে এতো কঠোর হতো অঞ্জলী অমিতের উপর।
""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !!