24-12-2020, 06:37 PM
(24-12-2020, 02:09 PM)ddey333 Wrote: এতো গায়ে পড়া স্বভাব কেন রিতিকার ??
মনে হচ্ছে ও যেন ঝিনুকের চলে যাওয়ার জন্য একেবারে মুখিয়ে বসেছিল !!!
ঝিনুকের সঙ্গে সেই পুরোনো রেশারেশির কোনো শোধ তোলার প্ল্যান করেছে নাকি আবার , ঝিনুকের অবর্তমানে রিশুর মাথাটা বিষিয়ে দেবে নাতো পার্থর সঙ্গে ওর ব্যাপারে কিছু বানিয়ে বানিয়ে বলে বা কোনো পুরোনো ঘনিষ্ঠ ছবিটবি দেখিয়ে !!
ব্যাপারটা মোটেই সুবিধের ঠেকছে না , কি জানি কি আছে রিতিকার ( মানে পিনুদার ) মনে ??
আমার ঝিনুকের প্রতি কোনো অন্যায় হলে কিন্তু কাউকে ছাড়বো না , এমনিতেই মনমেজাজ খুব খারাপ হয়ে আছে !!
সেরকম কিছু হলে রিতিকার ( মানে পিনুদার ) মাথা ফাটাতেও আমার হাত বিন্দুমাত্র কাঁপবে না !!!!
তুমি তো মাইরি, একদম হাতে ঝ্যাঁটা নিয়ে তৈরি রিতিকা ( থুড়ি, আমার) পিঠের ছাল চামড়া নামিয়ে দিতে !!!!!!