24-12-2020, 06:33 PM
(24-12-2020, 12:32 AM)Isiift Wrote: অনেক কিছু ঘটে গেছে।সম্পর্কে মান অভিমান ও চলে এসেছে।রিশু সত্যি অন্য ধাতুতে গড়া।সারাটাদিন পরিশ্রমের পরও যখন পরিবারের প্রতি অগাধ ভালবাসা নিয়ে সবার আশা আকাঙ্ক্ষা পুরণ করে চলেছে সেখানে তার মনের অবস্থা বা তার গন্ডি নিয়ে সবারই ভাবা উচিত।বিশেষ করে ঝিনুক এর।স্বাধীনতা আর স্বাধীনতার আশ্রয় নিয়ে অন্য কিছু করে বেড়ানোটা কখনোই কাম্য নয়।তবে কোন মানুষই ভুলের উর্ধ্বে নয়।রিশু যে সুন্দর ভাবে পরিস্থিতি টা হ্যান্ডেল করছে খুব ভাল লেগেছে।ঝিনুক এর প্রতি রাগ করার যথেষ্ট কারণ ছিল তবে সংসারে এগুলো তো নতুন নয়।হয়ত নতুন করে সব কিছু শুরু হবে সেই প্রত্যাশায় আমরা দর্শক।
আচ্ছা, এই নতুন শুরু নতুন দিকেও হতে পারে, সত্যি কি না জানাবেন !!!!!