24-12-2020, 06:29 PM
(23-12-2020, 08:39 PM)sorbobhuk Wrote: প্রথমেই ক্ষমা চাইছি এতদিন পরে রিপ্লাই দেয়ার জন্য। আমি একটু ব্যস্ত ছিলাম। আর সেক্স এর আপডেটে আটকে গেছিলাম। আমি সেক্সের আপডেট গুলো ভালো করে পড়তে ভালোবাসি তাই সময় না পাওয়ার ফলে অনেকটা পিছিয়ে গেছিলাম। সব আপডেট গুলো পড়লাম। ভাই সবে একটু ভালোবাসা শুরু হলো আর আপনি বেদনায় ভরিয়ে দিলেন। আর ঝিনুকের এভাবে রিয়েক্ট করার কোনো মানে হয় না। তাকে পরিস্থিতি বুঝার দরকার ছিলো। আর আম্বালিকার কথা তো ভুলেও মুখে আনা উচিৎ হবে না আর সে রিশুর সামনে নিয়েছে তাও আবার আম্বালিকাকে ঠেস দিয়ে কথা বলেছে। রিশু বাড়িতে কিছুই বলে নাই। দেখি রিতিকা কি বলে রিশু কে। আর রিশু কি সিদ্ধান্ত নেয় বাহিরে থেকে এসে।
দেখা যাক রিতিকা কি করে (কি বলে) !!!!!
Reps Added +1