24-12-2020, 11:49 AM
(24-12-2020, 08:51 AM)Reader01 Wrote: স্বাগতম গল্পটা শেষ করার জন্য। অনেক ভাল লেগেছে। একবারের জন্যেও মনে হয় নাই যে আপনি মাঝখান থেকে শুরু করেছেন।
অনেক সুন্দর গল্প মরে যেতে দেখেছি। আপনাকে আবারো ধন্যবাদ গল্পটাকে পূর্নতা দেওয়ায়।
দাবী রাখছি বন্ধু ও সতি নামক গল্প দুইটি শেষ করার।
ভাল থাকবেন।
ধন্যবাদ দাদা । কিন্তু সত্যি বলতে অন্যর লেখায় হাত দেবার আর ইচ্ছা নেই। তাছাড়া এর ফলে নিজের লেখা গুলা আর লেখা হয়ে উঠে না। সত্যি বলতে আর লেখারই ইচ্ছা করেনা। কারণ আমার গল্প পাঠকদের তেমন মনে ধরে না। আমার লেখা শূন্য খাঁচা গল্পটা আমি নিয়মিত আপডেট দিয়ে শেষ করেছিলাম কিন্তু জানেন কি ওই গল্পেে পাঠক সংখ্যা মাএ ২৩০০ জন। আর কমেন্ট মাএ ২৫ টা মত। তাহলে বলুন এই পরিশ্রম করে লেখার কোন মানে হয় ?
""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !!