23-12-2020, 08:49 AM
(21-12-2020, 12:08 PM)pinuram Wrote: ওরা তিনজনে গেটের ভেতরে না ঢুকে যাওয়া পর্যন্ত রিশু ওইখানে স্থাণুবৎ দাঁড়িয়ে থাকে। গেটের মধ্যে ঢুকে যাওয়ার পরেও, কাঁচের দরজা দিয়ে বাইরে দাঁড়ানো শেষ ভালোবাসার একমাত্র পুরুষের দিকে নিস্পলক বাষ্পীভূত কাজল কালো নয়ন মেলে তাকিয়ে থাকে ঝিনুক। রিশুর বুকের ওপরে ভাঁজ করা হাত খুলে যায়, আপনা হতেই ওর ডান হাতের তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা দুলে উঠে বিদায় জানায় কাঁচের দরজার ওইপাশে দাঁড়ানো প্রেয়সীর...
কি এক অদ্ভুত নষ্ট জীবনের স্বাদ
বয়ে বেড়াচ্ছি আজকাল
গলায় অনেক্ষণ আটকে থাকা
সিগারেটের তিক্ত সাদের মতো...
কি অদ্ভুত, গিলতে চাইলেও গলায় আটকে থাকে...
কেন এমন করলি তুই..
কিসের মোহে, কতটুকুই বা সুখ পেলি...
চাইনি তো আমি কখনও এমন, তোর ইচ্ছে
তোর ভালোলাগার দাম বয়ে বেড়াচ্ছি আজ বুকে...
ভাবি, এই বুঝিবা রুপোর কাঠিটা বেজে উঠলো টুং করে...
এই বুঝিবা ফিরে তাকালি তুই...।
তোর, সেই চোরা চোখের তীক্ষ্ণ চাহুনি_
ঘোর লাগানো তোর মায়াবী চোখের ঝিলিক...
আহা_ সেই অপলক চোখ....।
কাজল টানা অল্প আধারিমায় ঢাকা ।
ভাবতেই আজও আমার বন্ধ চোখ ভিজে উঠে নোনতা স্বাদে....
তোর ডাগর চোখের চাহুনি আজও
ঘুম ভাঙানিয়া হয়ে জাগিয়ে রাখে আমার চোখ দুটোকে......
......ভবঘুরে