23-12-2020, 01:03 AM
(22-12-2020, 10:31 PM)Nilpori Wrote: প্রশ্ন গুলো তো নিজের দিকে করতে হয়।যথার্থই বলেছেন নিজেকে কখনো কখনো জিজ্ঞাসা করি আমরা literate হয়েছি কিন্তু educated হয়েছি কি ?
কেউ সেটা করে না।
কেউ এর উত্তর বলে দেবে সেই প্রত্যাশা করা টা ই বৃথা। কারন কার কোন angel থেকে বিচার্য্য তাই তো জানা থাকে না।
পুরো টা ই অনুভূতি আর অনূভব এর।
অনুভূতি থেকে অনুভব হয়।
কিন্তু অনুভব এর Third dimension হল উপলব্ধি।
সেটা ই তো করে উঠতে পারে না মানুষ। আর তাই তো চরিত্র র ওপরে অনায়াসে প্রশ্ন তুলে দেয় ( নিজেকে আয়নার সামনে না দেখে ই)।
আপনি বাস্তবের illusion এর কথা বলেছেন, ঠিক ই বলেছেন।
কিন্তু কি জানেন তো নিজের বোধ আর চিন্তার স্তরের সঙ্গম ঘটানো টা ই এক একটা dimension এর ফারাক করে দেয়।
আমরা বুঝতে ই পারি না যে আমরা
illusion এ আছি নাকি hallucination এ আছি।
illusion হল যেটা আমরা ভাবতে পারি সেটার ই প্রতিফলন।
আর hallucination হল যেটা আমাদের মনের মধ্যে গেঁথে গেছে সেটার প্রতিফলন।
তাই এর মধ্যে র সুক্ষ স্তর গুলো আমাদের দৃষ্টিভঙ্গির অন্তরালে থেকে যায়।
আমারা শিক্ষা পাই কিন্তু শিক্ষিত হই না।
অদ্ভুত জীব আমরা মনুষ্য।