22-12-2020, 10:31 PM
(22-12-2020, 08:34 PM)pinuram Wrote: হ্যাঁ, চরিত্র শুধু মাত্র নিজেদের মত ভেবে নেওয়া আর সাজিয়ে নেওয়া এক রূপকের ভাবনা মাত্র তার বেশি কিছুই নয়! কোনদিন কোন বাঘ কে বাঘ মেরে খেয়েছে এটা দেখেছেন? না দেখেননি, কারণ তারা বন্য হলেও তারা প্রকৃতির সন্মান দিতে জানে! মানুষ কিন্তু মানুষ খুন করে! মানুষ নাকি সভ্য প্রাণী! আর সেই সভ্য জগত চরিত্র সৃষ্টি করে! এখন পৃথিবীতে প্রচুর আদিবাসী জনজাতি আছে যারা জামা কাপড় পরে না, প্রায় উলঙ্গ থাকে, তারা কি চরিত্রহীন তাহলে? যে মাত্র সভ্যতার মাপ দন্ড নিয়ে মানুষ দাঁড়িয়ে পরে তখন সেই উলঙ্গকে খারাপ চোখে দেখা হয়! চরিত্র মানুষের তৈরি মাত্র !!!!!
প্রশ্ন গুলো তো নিজের দিকে করতে হয়।
কেউ সেটা করে না।
কেউ এর উত্তর বলে দেবে সেই প্রত্যাশা করা টা ই বৃথা। কারন কার কোন angel থেকে বিচার্য্য তাই তো জানা থাকে না।
পুরো টা ই অনুভূতি আর অনূভব এর।
অনুভূতি থেকে অনুভব হয়।
কিন্তু অনুভব এর Third dimension হল উপলব্ধি।
সেটা ই তো করে উঠতে পারে না মানুষ। আর তাই তো চরিত্র র ওপরে অনায়াসে প্রশ্ন তুলে দেয় ( নিজেকে আয়নার সামনে না দেখে ই)।
আপনি বাস্তবের illusion এর কথা বলেছেন, ঠিক ই বলেছেন।
কিন্তু কি জানেন তো নিজের বোধ আর চিন্তার স্তরের সঙ্গম ঘটানো টা ই এক একটা dimension এর ফারাক করে দেয়।
আমরা বুঝতে ই পারি না যে আমরা
illusion এ আছি নাকি hallucination এ আছি।
illusion হল যেটা আমরা ভাবতে পারি সেটার ই প্রতিফলন।
আর hallucination হল যেটা আমাদের মনের মধ্যে গেঁথে গেছে সেটার প্রতিফলন।
তাই এর মধ্যে র সুক্ষ স্তর গুলো আমাদের দৃষ্টিভঙ্গির অন্তরালে থেকে যায়।
আমারা শিক্ষা পাই কিন্তু শিক্ষিত হই না।
অদ্ভুত জীব আমরা মনুষ্য।
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।