22-12-2020, 08:27 PM
(22-12-2020, 02:41 PM)bourses Wrote: উফফফফফফ... কোন কথা হবে না গুরু...
তুমি আসবে বলেই..
আকাশ মেঘলা বৃষ্টি এখনও হয়নি
তুমি আসবে বলেই
কৃষ্ণচুড়ার ফুলগুলো ঝরে যায়নি
তুমি আসবে বলেই
তুমি আসবে বলেই
অন্ধ কানাই বসে আছে গান গায়নি
তুমি আসবে বলেই
চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি
তুমি আসবে বলেই..
তুমি আসবে বলেই
জাকির হুসেন ভুল করে ফেলে তালে
তুমি আসবে বলেই
মুখ্যমন্ত্রী চুমু খেল স্ত্রীর গালে
তুমি আসবে বলেই
সোনালি স্বপ্ন ভিড় করে আসে চোখে
তুমি আসবে বলেই
আগামী বলছে দেখতে আসব তোকে
তুমি আসবে বলেই..
আমার দ্বিধারা উত্তর খুঁজে পায়নি
তুমি আসবে বলেই
দেশটা এখনও গুজরাট হয়ে যায়নি
তুমি আসবে বলেই..
তুমি আসবে বলেই
সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা
তুমি আসবে বলেই
জ্যোতিষ ছেড়েছে কত না ভণ্ড বাবা
তুমি আসবে বলেই
পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার
তুমি আসবে বলেই
ঈশান কোনেতে জমেছে অন্ধকার
তুমি আসবে বলেই..
বখাটে ছেলেটা শিস দিতে দিতে দেয়নি
তুমি আসবে বলেই
আমার কলম এখনও বিক্রি হয়নি
তুমি আসবে বলেই
তোমার গুটি এক জায়গায় কেন আটকে? এটা তো আগেও দিয়েছিলে কিছু নতুন নিজের লেখা দাও !!!!!