22-12-2020, 08:10 PM
(21-12-2020, 10:43 PM)Baban Wrote: এটাই তো দাদার গল্পের গুন.
উনি নায়ক বা নায়িকাকে ভুল ত্রুটির উর্ধে দেখান না. উনি যতটা সম্ভব বাস্তবতাকে আগে রাখেন আর চরিত্রদের চারিত্রিক বৈশিষ্ট খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলেন.
আর আমি বা আমরা যতই বড়ো বড়ো কথা বলি একটা কথা কিন্তু মানতেই হবে... ওতো সহজে নিজের দোষ গুলোকে, ভুল গুলোকে ঝেড়ে ফেলা সম্ভব নয়. না চাইতেও কোথাও এই ব্যাপার গুলি ঠিক লুকিয়ে থাকেই. একসময় হয়তো সেগুলো প্রকাশও পায়.
ওই সেই রিপু.... রিপুর থেকে মুক্তি পাওয়া কি অতই সোজা?
গল্প লিখতে গেলে হিন্দি সিনেমা অথবা দক্ষিণ ভারতীয় সিনেমার মতন বানালে কি করে হবে? সিনেমার হিরো কি আর মানুষ নাকি, তারা এক হাতে একটা গাড়ি উড়িয়ে দেয়, এক ঘুসিতে দশ জন হাট্টাকাট্টা মানুষ কে হাওয়ায় উড়িয়ে দেয়! আমি তো এদের দেখিনি, তাই আমার গল্পে এমন মানুষ আসেনা! আমি একটু আধটু চোখ মেলে যাদের দেখতে পাই তাদের নিয়েই গল্প লিখি, তবে হ্যাঁ, আমার গল্পের চরিত্ররা আসলে গল্পের চরিত্র মাত্র! আমার কাজ লিখে যাওয়া, পরিবেশ তৈরি করে আপনাদের সামনে তুলে ধরা! কে ভুল কে ঠিক সেই নিয়ে এখানে বলার কিছুই নেই আমার !!!!!!