22-12-2020, 03:45 PM
(22-12-2020, 02:42 PM)Nilpori Wrote: I have a গভীর প্রশ্ন
সবার কাছেই
চরিত্র definition কি?
আর চরিত্র র মাপকাঠি কি?
চরিত্র কি শুধু ই নিজেদের মত করে ভেবে নেওয়া আর সাজিয়ে নেওয়া এক রুপকের ভাবনা?
নাকি
সোনার পাথর বাটি consept?
চরিত্রের কোনো মাপকাঠি হয় না, যে যেমন করে ভাবে তার কাছে বিপরীতে থাকা মানুষটার চরিত্রও সেই ভাবে বিচার্য হয়। গল্পের প্রসঙ্গে বলতে গেলে ঝিলিক বা দিয়ার কাছে ওই ছেলে দুটোর ব্যবহার খুবই আকর্ষণীয় লেগেছে, কিন্তু রিশুর কাছে বা আমাদের অনেকের কাছে সেটা দৃষ্টিকটু লেগেছে। আবার ঝিনুকের এই প্রশ্রয় সুলভ আচরণ বা " তোমার শুধু মাম্মা আর মাম্মা, আঁচলের তলায় থাকতে পারতে " - এরকম আলটপকা কথা রিশুর যেমন খারাপ লেগেছে, তেমনি রিশুর মাতৃশ্রদ্ধা বা বোনকে বিপথে যাবার থেকে আগলে রাখার ব্যাপারটা ঝিনুকের খারাপ লেগেছে। তাই পুরোটাই আপেক্ষিক দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। যে যেমন করে চায়। তবে মানবিক গুণাবলীর কিছু বৈশিষ্ট্য তো থাকে, সেই সীমা লঙ্ঘিত হলে কোনো ব্যক্তির চারিত্রিক স্খলন হয়েছে বলে ধরে নেওয়া যায় সাধারণত ( যদিও ক্ষেত্র বিশেষে এতে সচরাচর সেই ব্যক্তির হাত থাকে না, অনেকসময় পরিস্থিতির শিকার হতে হয় )