21-12-2020, 10:43 PM
(This post was last modified: 21-12-2020, 10:44 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(21-12-2020, 10:19 PM)Mr Fantastic Wrote: এরকম কোনো অনর্থ হবে ভেবেছিলাম আগে। কি বলবো, খুব খারাপ লাগলো। একজন দায়িত্বশীল বড়ো দাদার জায়গা থেকে দাঁড়িয়ে রিশু যা করেছে একদম ঠিক করেছে। জেন জেড যুগের অনেক উঠতি বয়সের মেয়েরা ভালোবাসা আসলে কি সেটা সত্যিই বোঝে না। স্বল্প পরিচয়ের ছেলে দুটোর নোংরামিকে প্রেম মনে করে প্রশ্রয় দিয়ে যে ভুল করতে যাচ্ছিল, সেখান থেকে রিশুর শাসনে সম্পূর্ণ সহমত আছে আমার। ওরা না হয় কাঁচা বয়সে মজে গিয়ে ভুল করেছে, কিন্তু ঝিনুক ? সে কি নিজের অভিজ্ঞতা থেকেও শেখেনি কিছু ? ও দেখেছে যে দিয়াকে দৃষ্টিকটু ভাবে স্পর্শ করেছে ছেলেটা, তাও প্রশ্রয় দিয়েছে বরং ওদের হয়ে সাফাই গাইছে ! সুরার প্রভাবে নিজের অবচেতন চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটিয়ে ঝিনুক যেভাবে রিশুকে উল্টো চোটপাট করেছে আর মাকে নিয়ে কথা শুনিয়েছে সেটা সত্যিই অপ্রীতিকর। ভেবেছিলাম জেদি বদমেজাজি ঝিনুক রিশুর সংস্পর্শে এসে আর নিজের অতীত থেকে শিক্ষা নিয়ে অনেক পাল্টে গেছে, কিন্তু না, একই আছে। তবে মদের প্রভাব কেটে যেতে ও যে অনুতপ্ত হয়েছে বা অপরাধবোধে ভুগছে সেটা দেখে সত্যিই মন ভারী হয়ে গেল। অন্যদিকে রিশুও নিজের অতিরিক্ত ক্রোধ আর দৃঢ় অটল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে পারলো না। ছ' বছর আগের মতো সেই তীব্র রাগে অন্ধ হয়ে তাৎক্ষণিক হিতাহিত জ্ঞানশূন্য হয়ে দুম করে আবারও একটা ডিসিশন নিয়ে নিল। সবকিছুর মূলে এই সমাজ ব্যবস্থা। শরীর সর্বস্ব যুগের শিকার ঝিনুক, ওর দেখে উশৃঙ্খলতাকেই আধুনিকতা বলে মনে করা ঝিলিক, তার সঙ্গে থেকে প্রভাবিত হওয়া দিয়া, আর ওদের ভুলের অসহায় শিকার ঝিনুক-রিশু।
আশা করি সব ঠিক হয়ে যাবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে।
(দেরিতে মন্তব্য করার জন্য দুঃখিত, পর্বটা পড়ে কিছু ভালো লাগছিল না )
এটাই তো দাদার গল্পের গুন.
উনি নায়ক বা নায়িকাকে ভুল ত্রুটির উর্ধে দেখান না. উনি যতটা সম্ভব বাস্তবতাকে আগে রাখেন আর চরিত্রদের চারিত্রিক বৈশিষ্ট খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলেন.
আর আমি বা আমরা যতই বড়ো বড়ো কথা বলি একটা কথা কিন্তু মানতেই হবে... ওতো সহজে নিজের দোষ গুলোকে, ভুল গুলোকে ঝেড়ে ফেলা সম্ভব নয়. না চাইতেও কোথাও এই ব্যাপার গুলি ঠিক লুকিয়ে থাকেই. একসময় হয়তো সেগুলো প্রকাশও পায়.
ওই সেই রিপু.... রিপুর থেকে মুক্তি পাওয়া কি অতই সোজা?