21-12-2020, 09:43 PM
ঝড় বয়ে গেলো। কে ঠিক কে ভুল সেটা বিচার করার জায়গাতে আর নেই। রিশু ঠিক কিন্তু হয়তো এতটা রিয়েক্ট করা ঠিক হয়নি। অন্যদিকে নিজের চোখের সামনে এটা দেখাও অসম্ভব। আবার পার্টি করলেও যে খারাপ সেটাও ঠিক নয়। সবাইকেই তার লিমিট জানতে হয়। হয়তো এটাও বলা সোজা কিন্তু করা খুব কঠিন। নেক্সট আপডেট এর অপেক্ষায় রইলাম। দেখা যাক কোথাকার হল কোথায় গড়ায়।