21-12-2020, 07:46 PM
(21-12-2020, 07:42 PM)pinuram Wrote: সহায় অসহায়, দোষ নির্দোষ, সব পরিস্থিতির কাল চক্র ছাড়া আর কিছুই নয়! কোনদিন কি আম্বালিকা জানত যে হটাত করেই বাবা মা মারা যাবেন আর রিশু যে ওর ভাই তাকে বুকে আঁকড়ে ধরে মাতৃ স্নেহে লালন পালন করতে হবে? সব কাল চক্রের খেলা, আমরা সবাই এখানে নির্বাক শ্রোতা আর নির্বাক পুতুল !!!!!!!
কালের খেলাতেও অনেক খেলা থাকে ! একটা গান খুব মনে পরে যাচ্ছে ! " খেলিছ এ বিশ্ব লয়ে ! বিরাট শিশু আনমনে ! "