21-12-2020, 04:13 PM
(21-12-2020, 03:47 PM)bourses Wrote: ক্রোধ মানুষের পরম শত্রু... ক্রোধ মানুষের মনুষ্যত্ব নাশ করে... যে লোমহর্ষক কান্ডগুলি পৃথিবীকে নরকে পরিণত করেছে, তার মূলেও রয়েছে ক্রোধ... ক্রোধ যে মানুষকে পশুভাবাপন্ন করে, তা একবার ক্রদ্ধ ব্যক্তির মুখের প্রতি দৃষ্টিপাত করলেই স্পষ্ট প্রতীয়মান হয়... যে ব্যক্তির মুখখানা সর্বদা হাসিমাখা, উদার ভাবে পরিপূর্ণ, দেখলেই মনে আনন্দ ভরে ওঠে, একবার ক্রোধের সময় সেই মুখখানার দিকে তাকালেই দেখা যায় সে স্বপ্নের সুষমা আর নেই - নরকাগ্নিতে বিকট রূপ ধারণ করেছে... সমস্ত মুখ কি এক কালিমায় ঢেকে গিয়েছে... তখন তাকে আলিঙ্গন করা দূর স্থান, হয়তো নিকটে যাওয়ারও ইচ্ছা জাগে না... সুন্দরকে মুহুর্তের মধ্যে কুৎসিত করতে অন্য কোন রিপু ক্রোধের ন্যায় কৃতকার্য হয় না... এই ক্রোধের কারণের যে কত শত সাজানো ঘর ভেঙে দুমড়ে গুঁড়িয়ে গিয়েছে, তার কোন ইয়ত্তা নেই হয়তো...
এই ইরোটিক সাইটের গল্পের আপডেট যে এতটা মন ভারাক্রান্ত করে তুলতে পারে, সেটা কল্পনারও অতীত...
কি বলতে চাইছো তুমি ঠিক করে বুঝলাম না ....
রিশুর ঘাড়ে সব দোষ চাপালে নাকি ????
রিশুর রাগ খুব ন্যায্য , আর ও হঠাৎ করেই বুঝতে পেরেছে যে ওর আদরের ছোট বোনকে অন্তত (এখনকার) ঝিনুকের কাছে এতদিনের জন্য একলা রেখে যাওয়া একেবারেই নিরাপদ নয়, ঝিলিক ওর নিজের বোন নয় তাই সোজাসুজি কিছু না বলে যা ভালো বুঝেছে সেই অনুযায়ী করার সিদ্ধান্ত নিয়েছে
সত্যি কথা বলতে কি আমি তো অন্তত কারো কোনো দোষ দেখতে পাচ্ছি না এই ঘটনাক্রমের জন্য ...
দোষ এখানে শুধু একটা লোকেরই , ওই একটা লোক আছে যে একটা গভীর চক্রান্ত করে এসব ঘটিয়ে চলেছে ...