20-12-2020, 08:23 PM
(20-12-2020, 04:49 PM)Mr Fantastic Wrote: রিশু আর ঝিনুক, আমাদের দুই নববিবাহিতা কপোত-কপোতী কি এবারেও একসঙ্গে রোমান্টিক ডান্স করবে না ? ঝিনুক নিজের প্রাণপ্রিয় হাবির কাছে একটু আবদারও করছে না ? ঝিনুকের আদুরে মোহময়ী আবেদন রিশু ফেরাতে পারবে না, পারা উচিতও নয় ! রিশুর মধ্য দিয়েই না হয় আমরা দুষ্টু-মিষ্টি ঝিনুকের সাথে একটু পা মেলালাম (এর উত্তর রিশু আর ঝিনুকের জবানিতে শুনতে চাই )
রিশু -- (হাতের লেমোনেডে চুমুক দিতে দিতে প্রেয়সীর দিকে তাকিয়ে থাকে)
ঝিনুক -- (সারা অঙ্গে ঢেউ তুলে এগিয়ে আসে ওর দিকে। বাঁ হাত বাড়িয়ে দেয়) এইইই শোন না... (কন্ঠে মদির নেশা)
রিশু -- (মুচকি হেসে) কি হল?
ঝিনুক -- এসো না প্লিজ।
(পাশে শালিনী মুচকি হেসে রিশুর কাঁধে আলতো ধাক্কা মারে)
রিশু -- (লেমোনেড শেষ করে প্রেয়সীর কোমল চাঁপার কলি হাত ধরে উঠে দাঁড়ায়) আমি কিন্তু তোমার মতন নাচতে জানি না!
ঝিনুক -- (নাক কুঁচকে রিশুর বুকের ওপরে হাতের পাতা মেলে গভীর ভাবে চোখের দিকে তাকায়) আমি শিখিয়ে দেব।
রিশু -- (মুচকি হাসে) আচ্ছা।
ঝিনুক -- (রিশুর ডান হাত নিজের কোমরের ওপরে চেপে ধরে) ব্যাস তুমি শুধু আমায় ধরে থাকো।
রিশু -- (টেনে ধরে প্রেয়সী ললনাকে, নাকের সাথে নাক ঠেকিয়ে বলে) তুমি আজ ভীষণ সেক্সি ...
ঝিনুক -- (পায়ের পাতায় ভর দিয়ে ঠোঁট ছুঁতে চেষ্টা করে) ইসসস তোমার ভালো লেগেছে?
রিশু -- ভীষণ ভাবেই, জানো একটা স্বপ্ন ছিল আমার।
ঝিনুক -- (মিহি কন্ঠে) কি?
রিশু -- (প্রেয়সীর মদির কন্ঠ শুনে সম্মোহিত হয়ে) আমার কেউ হবে যে এমন সেক্সি ড্রেস পরবে।
ঝিনুক -- (লাজুক হেসে) এতদিন বলনি কেন?
রিশু -- (নাকের ডগা প্রেয়সীর নাকের ডগায় ঠেকিয়ে) বলার আগেই তুমি যে সব কিছু বুঝে নাও!
ধিরে ধিরে, গানের তালে তালে দুই প্রেমিক প্রেমিকা নাচতে শুরু করে দেয় !!!!!