20-12-2020, 07:38 PM
মনে হচ্ছে ফয়সালের সামনেই এবার শান্তার উপর রাজীব, নাজিমরা চড়াও হবে। রাজীব এইভাবে ফয়সাল আর শান্তার জীবনটা ধ্বংস করে দিল। ফয়সালের উপর রাজীবের এত রাগ কেন সেটা পুরোপুরি জানার অপেক্ষায়। বোঝাই যাচ্ছে শান্তাকে চিরদিনের মত নিজের হাতের মুঠোয় পুরে নিল রাজীবরা। বোকা শান্তা যৌন অতৃপ্তিতে পাগল হয়ে আজ এই বেহাল দশার শিকার হল। পাপের শাস্তি পেতেই হবে। রাজীবরাও পায় কিনা সেটা দেখতে চাই।