20-12-2020, 07:31 PM
(20-12-2020, 07:28 PM)pinuram Wrote: হে মোহময়ি আজ কেন এত বিষন্ন?
রক্তাক্ত বুকে রক্তাক্ত গোলাপ ফুটিয়ে তোল,
পলি মাটি হয়ত আজো উর্বর
নর্তকীর চোখের কাজল কোন দিন মলিন হয় না
তার ছন্দ ঘিরেই বাজে হাততালি
ছাদের শেষ প্রান্তে দাঁড়িয়ে শেষ ঝাঁপ দেওয়ার আগে
আকাশের পানে দুই হাত তুলে বলো আজ আমি মুক্ত !!!!!
“বেশ – তবে তোমায় আরও রাঙিয়ে দেব –
কাল ঠিক সূর্য ওঠার আগে;
স্বপ্নের কড়িকাঠ গুলো পেরিয়ে –
ঘুম ভেঙে – এসে দাড়িও – এইখানে – এইভাবে। ”
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।