20-12-2020, 06:32 PM
(20-12-2020, 01:48 PM)Nilpori Wrote:প্রত্যেকেই চেয়ে আছে ভবিষ্যতের দিকে !
হয়ত তাদের আকাঙ্খিত প্রভাতে আসবে
নতুন সূর্যোদয় !
নতুন পাখিরা উঠবে আবার জীবনের গান গেয়ে !
কিন্তু মৃত্যু নাকি সময় মানেনা !
মানেনা ক্যলেনডারের তারিখ !
হুট করে এসে বলবে !
" চলো তোমার জীবনের পেট্রোল শেষ !"
পর্ণমোচী বৃক্ষের ঝরে পরা পাতায়
থাকবে জিজ্ঞাসা !
কি অপরাধ তাদের ? ভবিষ্যতের দিন গোনা
নাকি অমরত্ব কামনা ?
চিরকাল তারা জিজ্ঞাসা চিণহের মতো
মাথা হেঁট, ঘার কুঁজো করে থাকবে !
আর ভাববে "তাদের প্রশ্নেরও উত্তর
আসবে একদিন ভবিষ্যতের কাছ থেকে ! "