20-12-2020, 01:10 PM
(20-12-2020, 10:09 AM)Mr Fantastic Wrote: জানি না কেন, কু ডাকছে ভীষণ। যখন আমরা কোনো উপলক্ষ নিয়ে অনেকদিন ধরে জল্পনা করি, কিরকম আনন্দ হবে সেই নিয়ে আগে থেকেই অনেককিছু ভেবে মাতামাতি করে ফেলি বা খুব করে অপেক্ষা করে থাকি সেই অকেশনের জন্য, তখন শেষে দেখা যায় সেটা সুখকর হল না। জানি না এখানে কি হবে, কিন্তু মনে হচ্ছে এরম আমার। কিছু একটা টার্নিং পয়েন্ট হবে।
ধ্যাত মশায়, একদম ঝকাস পার্টি আসছে একটু পরে যার অপেক্ষা অনেকেই হয়ত করে রয়েছে ( সত্যি বলছি তোমার কানে কানে, ঝিলিককে দেখে তোমার দারুন লাগবে হয়ত তবে কেন জানি না শালিনীকে দেখে আমি তো পাগল ) !!!!!!