20-12-2020, 11:18 AM
(20-12-2020, 06:27 AM)Nilpori Wrote: আপনি মনে হয় এক জন নারী তার দৃষ্টিকোন থেকে, নিজেকে ঝিনুক এর স্থানে রেখে ঠিক কি ভাবছে সেটা জানতে চেয়েছেন।খুব সুন্দর বললেন ম্যাদাম ! পিনুরামের প্রশংসা যতই করা হোক না কেন সেটা অনেক কম লাগে ! ভাষার উপর দক্ষতা যেমন আছে তেমনই প্রেমকে কি করে ফুতিয়ে তোলা যায় সেই দক্ষতার মালিক পিনুরাম ! আমরা তো লিখে যাই রেল ইঞ্জিনের মতো ! কিন্তু পিনুর লেখায় রামধনু ফুটে ওঠে !
বেশ তা হলে বলছি।
এক উদ্ভিন্ন যৌবনা রমনী তার মানসিক স্থিতি বড় ই বিচিত্র হয়।
সেই " এই আছি এই নেই, আমি যেন পাখী মেলি পাখনা "।
কখন যে প্রেম এর ঢেউ তার মন ছুঁয়ে দেহজাগতিক সত্তায় নিম্নগামী হয়ে দেহরসের ধারায় তার লাল ত্রিকোণ প্লাবিত হয়ে সবুজের অঙ্কুরোদগমে বিমত্ত হয় নিজে ই যানে না।
সর্বশক্তিমান নিজে ই সৃষ্টি করে বুঝতে পারেন নি, তায় কুতহ্ মনুষ্য!!
নারী হলেও সেও যে মনুষ্য। আর নর তো......।
তবে নিজে নারী হয়ে বলছি। আপনি খুব সাবলিল ভাবে ঝিনুককে উপস্থাপন করেছেন। আর ঝিনুকের দেহবল্লরীর যা বর্ণনা দিয়েছেন তাতে তো আমার ও দ্বিসত্তা র দ্বিতীয় সত্তা ও প্রবল ভাবে ঝিনুকের সাথে মিশতে চাইছে (Blue is the warmest colour) মত।
আর রিশুর সাথে একাত্মতা টা শুধু ই যে ভাললাগা তা কিন্তু নয়। তার আরো একটা কারন আছে, সেটা জনসমক্ষে প্রকাশ করছি না( যদি ও এই ফোরাম এর ই একজন আছেন যিনি কিনা আমার আত্মার আত্মীয় স্বরূপ সুহৃদ। তিনি যানেন)।
আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন।
পরবর্তী পর্ব গুলো তে আরও উষ্ণ হতে চাই। সাথে আছি।
আমার Pictography টা কেমন হল বলবেন।লেখা টা আমার। ছবি টা Digital painting(by Jhon Poppeleton -- আমার এক বন্ধু ই বলতে পারেন।)