Thread Rating:
  • 28 Vote(s) - 1.96 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery কালো বাজারি চোরাকারবারি
#10
পর্ব-৪

    সেদিন রাত প্রায় আটটা। বদি টেক্সি চালায়ে আসছিল । কোন যাত্রী নেই তার। ভাবে আজ তার কপালটাই খারাপ। সায়েদাবাদ বাস ষ্টপিজের কিছু দুরবর্তী  ফুটপাতে একটা সুন্দরী মেয়ে দাড়িয়ে আছে, যেন কারো জন্য অপেক্ষা করছে। বদি সোজা তার সামনে কয়ে  ব্রেক করে।  মেয়েটিকে জিজ্ঞেস করে
* কোথায় যাবেন আপা?
প্রশ্ন শুনে মেয়েটি একটু ইতস্তত করে পিছু সরে যায়। কোন জবাব না দিয়ে  হাতে থাকা রুমালে ছল ছল চোখের জল মুছে অন্য দিকে ফিরে যায়। বদি আবার জিজ্ঞেস করেÑ
* আপা আপনি কি কোন বিপদে পরেছেন? ভয় নেই আপনার এ অধম ভাই এসে আপনার সামনে দাড়িয়ে গেছে, কেউ আপনার কোন ক্ষতি করতে পারবে না। শুধু বলুন আপনার সমস্যাটা কি।  
মেয়েটি যেন ফুফিয়ে কাদতে চায়। কিন্তু রাস্তার ধারে লজ্জায় কাদছে না। বদির কথায় একটু সাহস খুজে পায়। পিছন থেকে সরে একটু বদির সামনে আসে। ঠোঠ দুটি নেড়ে কিছু যেন বলতে চায়, আবার না বলে থেমে যায়। 
* আপনি ইতস্তত করছেন কেন? বলুন না আপনা কি সমস্যা? কেউ আসবে বলে ওয়াদা দিয়ে আসেনি? আপনি পথ চিনছেন না এইতো।  
মেয়েটি ভাবে ড্রাইভার মনের কথাটি বলে ফেলেছে। তাই এবার বদির সাথে একটু সহজ হয়। আরেকটু এগিয়ে আসে। 
বদি তখন বলতে থাকে 
* এই রাতে বেলায় ঢাকা শহরে একা একা এভাবে দাড়িয়ে থাকবেন না। কোথায় যাবেন বলুন আমি দিয়ে আসি। 
মেয়ে টি এবার মুখ খুলে। 
* আমার নাম সম্পা, বাড়ী ফেনির ছাগলনাইয়ায়,  একজন ছেলেকে ভালবাসতাম, বাবা মা বিয়ে ঠিক করেছে অন্যখানে। 
আমারসেই ভালবাসার ছেলেটি এখানে সায়েদাবাদের কোন এক স্থানে থাকে, এসেছিলাম তার খোজে, ইচ্ছে ছিল আর ফিরে যাবনা। কিন্তু এখনো তার খোজ পেলাম না। ভাবছি এখন ফিরে যাবো।  
* আপনার সেই ছেলেটির কি নাম।
* আহাদ
* কি করে? 
* ঢাকা ভার্সিটিতে পড়ে।
* আপনি কি করেন?
* আমি এবার এইস এস সি পাস করেছি। 
* টেক্সিতে উঠে বসুন,  আহাদ নামের একজন ভার্সিটি পড়–য়া ছেলে এই দালানে থাকতো, কালই বাসা চেঞ্জ করেছে, আমি দিয়ে এসেছি। আপনাকে ঠিক ভাবে পৌছে দিতে পারবো। 
সম্পা আশার আলো খুজে পায়। নির্ভয়ে বদির টেক্সিতে উঠে বসে। সম্পাকে বদি চলে যায়। সম্পা এখানকার কোন পথ ঘাট চেনেনা। দুর নিকট কিছু বুঝেনা। টেক্সি এসে একটা পতিত পুরোন বাড়ীতে ঢুকে। সম্পার মনে হলো একটা ভুতের বাড়ী।  মনে মনে সম্পা ভাবে এমন একটা বাড়ীতে আহাদ কিভাবে থাকে।  সম্ভবত এখান থেকে ভার্সিটি কাছে। বদিকে প্রশ্ন করে সম্পাা-
* ভাইয়া এখান থেকে ভার্সিটি কি খুব নিকটে? 
* হ্যা মাত্র কয়েক মিনিটের পথ। 
বদির পিছে পিছে সম্পা উঠে দুতলায়। একটা রুমের তালা বদিকে খুলতে দেখে সম্পা ভড়কে যায়। সে বুঝে সে ঠিক পথে আসেনি। এটা আহাদের কামরা হলে ড্রাইভার কি ভাবে এর তালা খুলতে পারে। ূ তালা খুলে সম্পাকে ভিতরে প্রবেশ করে বসতে বলে। বদি নিজে থেকে বলতে থাকে-
* এটা আহাদের কামরা নয়, আমার কামরা । আহাদ নিচে থাকে। আসার সময় তার রুমটা তালাবদ্ধ দেখরাম তাই আপনাকে আমার কামরায় নিয়ে আসলাম। সেখানে কোথায় বসবেন তাই। আহাদ হয়তো চাত্র পড়াতে গেছে, সে আসলেই আমি ডেকে আপনার কথা বলবো। আপনি ততক্ষনে এখানে বসুন। দিন আপনার ব্রীপকেসটা আমাকে দিন উপরে রেখে দিই। 
সম্পা হাফ ছেড়ে বাচে। মনে মনে রজ্জিত হয়, মিছি মিছি ড্রাইবারকে সন্দেহ করেছে সে। অথচ ড্রাইবার কত ভাল মানুষ। 
রংটা কালো হলেও মনটা খুব পরিস্কার । ভেবে ভেবে ব্রীপকেসটা তার হাতে তোলে দেয়। উপরে তাগের উপর সম্পার চোখের সামনে বদি রেখে দেয়। বদির ঘরে কোন খাট নেই। একটা বিছানা পাতানো। বিচানার উপরে সম্পা বসে পরে। 
সম্পাকে রেখে বদি বের হয়ে যায়। বের হওয়ার সময় বদি তালা মারতে গেলে সম্পা আপত্তি জানায়-
* বাইরের দিকে তালা মারছেন কেন?
* আরে বোনএটা ঢাকা শহর তাছাড়া আপনি একটা মেয়ে, তাই মারতে হচ্ছে। তাছাড়া ভিতরের দিকে কোন হুক নেই, কব্জা আছে, ভিতর থেকেও তালা মারি বাইরের দিকেও তালায় বন্ধ করতে হয়। 
সম্পা আর কিছু বলে না। যার সাথে  এসেছে তাকে এত বেশি সন্দেহ করা ঠিক মনে করলো না। বদি চলে গেলে তালা বদ্ধ ঘরে বদির বিছানায়্ শুয়ে পরে। জার্নিতে তার শরির খুব দুর্বল। নিমিষেই ঘুমিয়ে পরে।
[+] 3 users Like playxboy420's post
Like Reply


Messages In This Thread
RE: কালো বাজারি চোরাকারবারি - by playxboy420 - 20-12-2020, 10:19 AM



Users browsing this thread: 1 Guest(s)