Thread Rating:
  • 9 Vote(s) - 3.22 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Misc. Erotica অন্তিম উদ্দেশ্য by pikkuboss
#2
কানে হেডফোন লাগানো ছেলেটি ট্রেনের জানলা থেকে সবকিছু পর্যবেক্ষন করছিল....হলুদ গাড়িটা বাইকের পিছনে খুব জোরে ধাক্কা মারে....।
"দামমম্"....করে একটা বিকট আওয়াজ হয়....ধাক্কা লাগতেই বাইকটা পাক খেতে খেতে সামনের দিকে এগিয়ে যায়....কিন্তু বাইকে চেপে থাকা লোকটি উড়তে উড়তে

ট্রেনের দিকে এগিয়ে আসতে থাকতে....।
মাথা থেকে হেলমেট খুলে গিয়েছিল....চোখের সামনে নিজের ম্ ত্যু দেখতে পেয়ে বাইক চালক জোরে জোরে চেঁচাতে থাকে....।
ট্রেনের ছেলেটির তো অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা....লোকটি ট্রেনের লাইন পোষ্টের সাথে ধাক্কা খেয়ে নিচে কাঁটা তারের ঝোঁপের উপরে পড়ে....এবং তার চেহারা

ভয়ঙ্কর রূপ নেয়....একটি কাঁটা তার মুখের মধ্যে ঢুকে গলা দিয়ে বেরিয়ে আসে....মাথা থেকে রক্তের ফোঁটা গড়িয়ে পড়ে....আর একটি কাঁটা চোখের মধ্যে ঢুকে

যায়....পুরো জায়গাটা রক্তে ভরে যায়....।
ট্রেনের ভিতরের ছেলেটি নিজের চোখ দুটো একটু রগড়ে নেয়....কিন্তু তখনও কিছু চমকানি বাকি ছিল....হঠাং তার চোখ হলুদ গাড়িটার দিকে পড়ে....হলুদ গাড়িটা তখনও

টলতে টলতে এগিয়ে চলেছিল....আর ভারসাম্য হারিয়ে গাড়িটা Devider এর সাথে ধাক্কা মারে....ধাক্কা মেরেই গাড়িটা আকাশে উড়তে থাকে....চালক গাড়ি থেকে

লাফিয়ে নিচে নেমে পরে....আর পাশে বসা যাত্রীটি রাস্তার দিকে লাফিয়ে পরে....ঠিক তখনই সামনে থেকে একটি লড়ি এসে তাকে ধাক্কা মারে....লোকটি ছিটকে গিয়ে

একটি ইলেকট্রিক পোষ্টের সাথে ধাক্কা মারে....লোকটির মুন্ডু দেহ থেকে আলাদা হয়ে যায়..... আর দেহটা আবার গিয়ে রাস্তার উপরে পরে....এবং তার উপর দিয়ে আরও

একটি লড়ি চলে যায়....আর দেহটাকে একদম ক্ষত-বিক্ষত করে দেয়....।
এক ঝটকায় পর পর দুটো ভয়ঙ্কর ন্ সংশ ম্ ত্যু দেখে ট্রেনের জানলা দিয়ে দেখতে থাকা ছেলেটি স্তম্ভিত হয়ে যায়....।
"নাআআ"-- ট্রেনের ছেলেটি খুব জোরে চিত্*কার করে ওঠে....হঠাং এরকম চেঁচানোর আওয়াজ শুনে ট্রেনের সকল যাত্রী ছেলেটির দিকে তাকিয়ে দেখে....পাশে দাঁড়িয়ে

থাকা সেই couple ও ছেলেটির দিকে তাকিয়ে থাকে....মেয়েটা ভয় পেয়ে গিয়ে পাশের ছেলেটিকে জড়িয়ে ধরে....।
কানে ইয়ারফোন লাগানো ছেলেটির কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গিয়েছিল....পাশে দাড়িয়ে থাকা একজন যাত্রী ছেলেটিকে জিজ্ঞেস করেন...."কী হল?....বাছা....কী

হল?"....ছেলেটি লোকটার দিকে তাকিয়ে বলে...."সামনে দেখুন....দাদা....সামনে দেখুন....ওই ওইখানটায়....." লোকটা ছেলেটিকে কথা শেষ করতে না দিয়েই

বলে....."কী হয়েছে সামনে?....কই....কিছুই তো দেখছি না....ট্রেনতো স্টেশনেই দাঁড়িয়ে আছে....।"
ছেলেটি লোকটার কথা শুনে কিছুটা হতভম্ব হয়ে যায়....আবার বাইরের দিকে তাকায়....ওর নিজের চোখকে বিশ্বাস করতে পারেনা....সামনে তো একটি স্টেশন....আর

ট্রেনটা সেই স্টেশনেই দাঁড়িয়ে রয়েছে....।

তখন লোকটা জিজ্ঞেস করে...."কী হল বাছা....কিছু খারাপ স্বপ্ন দেখছিলে?" ছেলেটি কিছু বলে না....গেটের সামনে গিয়ে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ায়....আর ব্যাগের

চেন খুলে একটা জলের বোতল বের করে....এক ঢোঁক জল পান করে....।
"হাহ"....জল খেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখনই দেখে যে সামনের কাপল ওর দিকে তাকিয়ে রয়েছে....।
"কতক্ষন ধরে ট্রেন দাঁড়িয়ে রয়েছে?"....কানে ইয়ার ফোন লাগানো ছেলেটি জিজ্ঞেস করে।
ছেলেটি উত্তর দেয়...."প্রায় ১৫ মিনিট হয়ে গেছে"।
কানে ইয়ারফোন লাগানো ছেলেটি আবার এক ঢোঁক জল খায়....।
"কিন্তু তুমি কি বলবে....এরকম চেঁচালে কেন?"....ছেলেটি জিজ্ঞেস করে।
"কেন?"....কানে ইয়ারফোন লাগানো ছেলেটি পাল্টা জিজ্ঞেস করে।
"আমার গার্লফ্রেন্ড কতটা ভয় পেয়ে গিয়েছিল সেটা কি তুমি জান?"....ছেলেটার কথা শুনে বোঝা যাচ্ছিল কত বড় লাল্লু ওটা।
কানে হেডফোন গোঁজা ছেলেটি আবার এক ঢোঁক জল খায়....তারপর বলে...."শালা....তোর গার্লফ্রেন্ডের কানে আঙুল দিয়ে রাখতে পারিসনি....যেরকম একটু আগে ওর

পেছনে তোর ওইটা ভরেছিলিস।"
ছেলেটা পাল্টা জবাব দেওয়ার আগেই ট্রেন চলতে শুরু করে....কানে ইয়ারফোন গোঁজা ছেলেটা দরজার দিকে একটু সরে আসে....এবং দেওয়ালে হেলান দিয়ে ভাবতে

থাকে ১৫ মিনিট আগে ওর কী হয়েছিল।
অবশেষে আরও ৪০ মিনিটের পথ অতিক্রম করে....নিজের স্টেশনে পৌঁছে যায়। ট্রেন থেকে নেমে ওর মনে পড়ে যে ওর কানে ইয়ার ফোন লাগানো নেই....আবার ইয়ার

ফোনটা কানে লাগিয়ে নেয়....তারপর চলতে শুরু করে....গান তো চলে....কিন্তু ওর মন বারবার চলে যায় ওর দুর্ঘটনা গুলোর দিকে....ঠিক সেই সময় একটি মেয়ের সাথে

ধাক্কা হয়....।
"আউচ্"...মেয়েটি হালকা আওয়াজ করে নিচে পড়ে যায়....ছেলেটি পিছন ঘুরে দেখে কিন্তু মেয়েটির মুখটা ভালো করে দেখতে পায় না....কারন মেয়েটির চুলগুলো মুখের

সামনে চলে এসেছিল....মেয়েটি নিঃশব্দে নিচে পড়ে থাকা বইগুলো কুড়ায় এবং চলতে শুরু করে....ছেলেটি সরি বলার আগেই সে সেখান থেকে চলে যায়....।
ছেলেটি হাঁটা শুরু করে....স্টেশন থেকে বেড়িয়েই সামনে একটা বড়ো বিল্ডিং দেখে....এবং সেখানে গিয়ে দাঁড়িয়ে পরে....।
"ইয়া হু....শেষ পর্যন্ত আমার এডমিশন হয়ে গেছে"....ছেলেটি মনের খুশিতে চেঁচিয়ে ওঠে....আর গেটের দিকে তাকিয়ে সামনে এগিয়ে যায়।
[+] 2 users Like ronylol's post
Like Reply


Messages In This Thread
RE: অন্তিম উদ্দেশ্য - by ronylol - 21-03-2019, 11:37 AM



Users browsing this thread: 1 Guest(s)