(19-12-2020, 11:17 PM)pinuram Wrote:ওদের বাড়িতে একটা ফটো আছে যেটা ওর খুব পছন্দের, তখন দিয়া খুব ছোট হাঁটতেও পারে না, হামাগুড়ি দেয়। সোফার ওপরে দাদাভাইয়ের বুকের ওপরে পাছা উলটে ঘুমিয়ে আর ওকে বুকের ওপরে জড়িয়ে ধরে দাদাভাইও ঘুমিয়ে পড়েছে। মা সেই ফটোটা সঙ্গে সঙ্গে তুলেছিল। আরো একটা ছবি ওর খুব পছন্দের, দাদাভাই তখন দিল্লী চলে এসেছে ডাক্তারি পড়তে, দিপ সবে হয়েছে। দিপের জন্ম হয়েছে শুনেই দাদাভাই কলেজ থেকে ছুটি নিয়ে বাড়ি গিয়েছিল। সদ্যজাত কচি দিপকে ডাক্তার ওদের সামনে নিয়ে এসেছে, সেই সময়ে দাদাভাই দিপকে কোলে নিয়ে কেঁদে ফেলেছিল, পাপা সেই ছবিটা তুলেছিল। দাদাভাইয়ের নাকের ডগায় এক ফোঁটা জল আর সদ্যজাত দিপ চোখ মেলে দেখতেও পারেনা। এই দুটো ছবি ওর খুব প্রিয়।
Awwwwww so cute
..... এই ছবি দুটো মনে মনে কল্পনা করেও আলাদা শান্তি, আলাদা আনন্দ.
..... এই ছবি দুটো মনে মনে কল্পনা করেও আলাদা শান্তি, আলাদা আনন্দ.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)