19-12-2020, 09:15 PM
(18-12-2020, 08:27 PM)Kolir kesto Wrote:
আমি নিজেও সত্যি লজ্জিত । আসলে আমি মানসিক ও শারিরিক দু ভাবেই অসুস্ত। আর বিষন্ন মনে গল্প আছেনা। হয়ত খেয়াল করে থাকবেন আমি কিছুদিন অনলাইনেই আসিনি। এখন একটু মাঝে মাঝে আসি পিনুদার গল্প পড়ে চলে যায়।
তাছাড়া এই গল্পটা এতো তাড়াতাড়ি শুরু করাও ইচ্ছা ছিলো না কারণ সময় মত আপডেট দিতে না পারলে আপনাদের থেকেও আমার বেশি খারাপ লাগে। ইচ্ছা ছিলো বেশ কিছুটা লিখে আপডেট দেওয়া শুরু করবো। কিন্তু থ্রেড খুলতেই পিনুরাম আপডেট চাইলো সত্যি বলছি লোভ সামলানে পারিনি যা লেখা ছিলো দিয়ে দিয়েছি।
অঞ্জলী দি গল্পটা আর হয়ত একটা পর্বে শেষ হয়ে যাবে আগামী কাল ওটার সমাপ্ত করে তারপর হয়ত এটা নিয়ে ভাববো।
আমার এই অপারগতা ক্ষমা করবেন। সত্যি আমি বেশ কিছু সমস্যার ভিতর দিয়ে যাচ্ছি।
আপনাদের ভালবাসায় আমি সত্যি আনন্দীত।
dhire dhire update din..........
ami parthona kori apnar sob problemer jano taratri ekta somadhan hoye jay