19-12-2020, 01:26 AM
(18-12-2020, 11:02 PM)pinuram Wrote: রেস্টুরেন্টে বসেই ঠিক করা হল, যে একত্রিশ ডিসেম্বরে ওরা সবাই মিলে একটা নাইটক্লাবে পার্টি করতে যাবে। ইন্দ্রজিৎ আর শালিনীকেও ফোনে জানিয়ে দেওয়া হয়। ঠিক করা হয় শালিনীর চেনাশোনা, সুজিত বাবুর ফাইভ স্টার হোটেলের নাইট ক্লাবে পার্টি করতে যাওয়া হবে। ঝিনুকও রিতিকাকে থারটি ফার্স্ট এর পার্টির কথা জানিয়ে দেয়। ওদের ঠিক হয় যে সবাই বিকেলের মধ্যে রিশুর বাড়িতে পৌঁছে যাবে তারপরে সেখান থেকেই সবাই মিলে ক্যাবে করে হোটেলে যাওয়া হবে।
নিউ ইয়ার এর পার্টি,আশা করি নতুন কিছু হবে
ভালবাসা রইল বাংলাদেশ থেকে।