18-12-2020, 10:52 PM
(18-12-2020, 08:34 PM)Kolir kesto Wrote: কি ব্যাপার ফ্লাইটের কোন সমস্যা নাকি ? আসতে এতো দেরি কেন ? নাকি পিনুর শয়তানী ? এরে বিশ্বাস নেই, হয়ত রিতিকাকে নিয়ে কোথায় ফুঁটে গেছে।
(18-12-2020, 08:37 PM)Kolir kesto Wrote: আচ্ছা দাদা একটা কথা তো ভুলে গেছি। ঝিনুক আর রিশু কিন্তু কোন পোটেকশন নেইনি। প্লিজ হিংসা করো না কিছুদিন তো মজা করতে দাও। এখনি যদি পেট ফুলে যায় তো পিনুর একদিন কি আমার এক দিন।
(18-12-2020, 08:39 PM)Kolir kesto Wrote: রিশুর হয়ে যেভাবে সমানে সবাইকে হাড়গোড় ভাঙার ভয় দেখিয়ে যাচ্ছ তুমি , সেটা কিন্তু ঠিক হচ্ছে না একদম !!!!
এক এক করে ভয়ের চোটে সবাই কেটে না পড়ে আবার এখান থেকে !!
পিনুরাম বুঝে গেছে তার ভাগে এক এক করে কম পড়ে যাচ্ছে। তাই উপায় না দেখে রিশুর ভয় দেখাচ্ছে। আরে বাবা ফুটবলে তো গোলকিপার থাকবেই তাই বলে কি গোল দিবো না।
ফ্লাইট একটু লেট করছে, দিল্লীতে অনেক কুয়াশা আর ঠান্ডা! রিশুর পোটেকশান, ইসসসস, না না সে রকম কিছু হয়ত প্রথম রাতে হবে না, আর আই-পিল ইত্যাদি অনেক কিছুই আজকাল বেড়িয়েছে, রিশু ডাক্তার সুতরাং সেই সব খবর রাখে! এত তাড়াতাড়ি মনে হয় না কোন "মুক্তোর" দেখা পাওয়া যাবে !!!!!