17-12-2020, 11:35 PM
(17-12-2020, 12:36 PM)pinuram Wrote: ইসসস, তুমি না, আচ্ছা শেষ পর্যন্ত আমার মধ্যে এমন কি দেখলে যে আমাকে নিয়েই পড়লে? পিনুকে ছেড়ে দাও অ কোন কম্মের নয়, ব্যাটা যাকে দেখে সেখানেই ওর নোলা শোঁক শোঁক করে। পুরো এলসিশিয়ান !আমি তো রিশুকে দেখে ভেবেছিলাম বাগিয়ে নেবো, কিন্তু ও যেভাবে ঝিনুকের দিকে তাকিয়ে থাকে তাতে বোঝা গেল মালটাকে গলানো খুব মুশকিল! একদম ডায়মন্ডতো, একবার কেটে তৈরি হয়ে গেলে তাতে আবার দাগ পড়াতে চাইলে সেটা ভেঙ্গে যাবে! যাই হোক তোমার সই হতে আপত্তি নেই তবে কি দেবে? তুমি আবার আমাকে ছেড়ে অন্য কারুর দিকে নজর দেবে না তো? ছেলেদের নজর হয়ত ঝিনুকের বোনকে দেখে অথবা রিশুর বোনকে দেখে আমাকে ভুলে যাবে না তো ?
এ স্বাধের তো ভাগ হবে না। ঝিলিক আমার একার । তাই তোমার লালা ঝড়ানোটা বন্ধ করো। এর জন্য না হয় তৃতীয় বিশ্ব যুন্ধ শুরু করবো। কিন্তু বলে রাখি তুমি যদি খুব তাড়াতাড়ি ঝিলিকের যৌবন সূধা পান না করাও তো তোমার খবর আছে। ??
""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !!