17-12-2020, 11:19 PM
পড়তে ভীষণ খারাপ লাগছে তার চেয়ে বেশি খারাপ লাগছে তোমার কথা ভেবে! মদ খাওয়া কখন কোন সমস্যার সমাধান নয়! আর লেখা বন্ধ করো না, লিখে যাও, হয়ত এই কথা গুলো কাউকে কোনদিন বলতে পারোনি আর তাই আজকে লেখা হয়েই বের হচ্ছে তোমার বুক থেকে! আমরা রেগে গেলে সামনের মানুষকে গালাগালি দেই অনেক সময়ে দেয়ালে ঘুসি মারি, গালাগালি দিয়ে অথবা ঘুসি মারার পরে কিন্তু রাগটা কমে যায়, এটাই মানুষের চরিত্র। মনের মধ্যে যতক্ষণ সেই ব্যাথা বেদনা জমে থাকবে ততক্ষন সে তোমাকে তাড়িয়ে বেড়াবে! মদ খেয়ে সেই ব্যাথাটাকে আরো বেশি কর চাগিয়ে তুলছো তা ছাড়া আর কিছুই করছ না কিন্তু! লিখলে বা বললে সেই ব্যাথা একবার বেড়িয়ে গেলে মন হাল্কা হয়ে যাবে, তাই বলছি তুমি লিখে যাও, যত কষ্ট হোক লেখো! তারপরে দেখবে অনেক ভালো লাগবে! এই যে মানুষের কত ধরনের রোগ ব্যাধি হয়, সেই রোগ ব্যাধি যতক্ষণ সেই মানুষের সাথে থাকে ততক্ষন ব্যাথাও থাকে, একবার সেই মানুষের রোগ শরীর থেকে বাদ দিয়ে দিলে ব্যাথা কমে যায় অথবা নির্মূল হয়ে যায়! হ্যাঁ সেই দাগ কোনদিন মিলিয়ে যায় না, দাগ থেকে যায়! থাক দাগ, ক্ষতি নেই ব্যাথা তো কমবে !!!!!!