17-12-2020, 12:36 PM
(This post was last modified: 17-12-2020, 12:38 PM by pinuram. Edited 1 time in total. Edited 1 time in total.)
(16-12-2020, 02:29 PM)Kolir kesto Wrote: যাঃ বাবা !! তোমার আবার রিতিকার উপর নজর পরলো ?? বলি কি হে পিনু ব্যাটা আমাদের জন্য তো কিছু ছাড়ো !! আচ্ছা ঠিক আছে রিতিকাকে ছেড়ে দিলাম। তুমি বরং আমাদের শ্যালীকা কে ছেড়ে দাও। বেশি কষ্ট তোমাকে দেবো না। তুমি শুধু শব্দ প্রয়োগে একটু মশলা মাখিয়ে দাও মাছের পেটি আমি ভালোই ভাজতে পারি।
ইসসস, তুমি না, আচ্ছা শেষ পর্যন্ত আমার মধ্যে এমন কি দেখলে যে আমাকে নিয়েই পড়লে? পিনুকে ছেড়ে দাও অ কোন কম্মের নয়, ব্যাটা যাকে দেখে সেখানেই ওর নোলা শোঁক শোঁক করে। পুরো এলসিশিয়ান !আমি তো রিশুকে দেখে ভেবেছিলাম বাগিয়ে নেবো, কিন্তু ও যেভাবে ঝিনুকের দিকে তাকিয়ে থাকে তাতে বোঝা গেল মালটাকে গলানো খুব মুশকিল! একদম ডায়মন্ডতো, একবার কেটে তৈরি হয়ে গেলে তাতে আবার দাগ পড়াতে চাইলে সেটা ভেঙ্গে যাবে! যাই হোক তোমার সই হতে আপত্তি নেই তবে কি দেবে? তুমি আবার আমাকে ছেড়ে অন্য কারুর দিকে নজর দেবে না তো? ছেলেদের নজর হয়ত ঝিনুকের বোনকে দেখে অথবা রিশুর বোনকে দেখে আমাকে ভুলে যাবে না তো ?