16-12-2020, 10:14 PM
(16-12-2020, 03:42 PM)gang_bang Wrote: রোমান্টিক গল্প হিসেবে ফুল মার্কস পাওয়ার সব উপকরণই ছিলো এতে সেক্সি নারী শক্তসমর্থ পুরুষ , নায়িকার অসহায়ত্ব নায়কের বীরত্ব । তবে আমার কাছে আপনি ফুল মার্কস পাচ্ছেন সুধু একটা প্যাড়ার জন্য যেখানে দেবিকা আর উজান নিজেদের অতীত নিয়ে খোলাখুলি আলোচনা করে নিজেদের মাঝে সব কিছু পরিস্কার করে নেয় । একদিকে দেবিকার বেশ্যা বৃত্তি অন্যদিকে উজানের মাগিবাজি দুটোয় মিলে কাটাকাটি ।
গল্পে দেবিকার বেশ্যা বৃত্তিতে আসার পিছনে একটা করুন ইতিহাস দিয়ে খুব ভালো একটা কাজ করেছেন এতে আমাদের মতো পাঠকদের মন ভালো হবে আমরা ভাবব দেবিকার অবশ্যই একটা ভালো জীবন প্রাপ্য " আহা মেয়েটা তাহলে খারাপ নয় পরিস্থিতির শিকার" । কিন্তু একটু চিন্তা করলাম দেবিকা না হয় পরিস্থিতির শিকার কিন্তু উজান । উজানের মাগিবাজ হওয়ার কোন সথিক ব্যাখ্যা পেলাম না । আসলে দরকার ও নেই আমার মতো দুই একজন পাগল বাদে আর কেউ এই নিয়ে চিন্তাও করবে না । সমাজে পুরুষ সোনার আংটি একটু বাঁকা হলেও সমস্যা নেই ।
ভুল ধরলে সব যায়গায় ধরা যায় আমি যা বললাম সেখানেও অনেকে চাইলে হাজার ভুল ধরতে পারবেন । শেষে সুধু বলবো "এলেন দেখলেন জয় করলেন" কিন্তু চলে যাবেন না সামনে আরও লিখবেন ।
ধন্যবাদ গল্পটার বিশ্লেষণ করার জন্য আসলে প্রথম পর্বটা তো আমার লেখা নয়, মূল লেখক হয়তো চেয়েছিলেন উজানকে 'মাগীবাজ' বানাতে, তবে আমি যখন থেকে লেখা শুরু করেছি তখন থেকেই উজান আর দেবিকা উভয়েরই চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন এনেছি ( ভালো করে পড়লে ঠিক বুঝবেন)। কোনো বানান, ব্যকরন বা যুক্তিগত ভুল ধরিয়ে দিলে খুশি হবো। আর সবে এসেছি আর দেখছি, জয় করা এখনও বহু দেরি ! তাই চিন্তা করবেন না, পরের গল্প আসবে কয়েকদিনের মধ্যেই।