16-12-2020, 03:44 PM
(16-12-2020, 01:35 PM)Nilpori Wrote: দাদা আপনি রাগ করতে ই পারেন।
সেটা আপনার করার যথেষ্ট কারন ও আছে।
কিন্তু আমি সত্যি বলছি, গতকাল জানার পর পুরো টা পড়ে তবে ই লিখেছি।
আর এটা ও সত্য যে নিজে র কিছু কিছু ঘটনা, র্দুঘটনা, তে ফিরে ফিরে যাচ্ছিলাম।
এর আগে কিছু লিখি নি বলে রাগ না করে, অপরাধ মার্জনা করে নিন।
এবার থেকে নিয়মিত লিখব।
আরে আমাদের পিনুদা হচ্ছে একেবারে নারকোল মাল... ওপরটা হেব্বি শক্ত, ভেতরে একেবারে মালাই... ও এই রকম একটু খিঁচখিঁচ করে মুখে, কিন্তু আসলে ভেতরে একেবারে সরল সাদা সিধা একেবারে মাটির মানুষ... ওকে নিয়ে এই সব ভাববেন না একেবারে... একটা জিনিস তো জানেন, মুখের ওপরে যারা এই ভাবে সটাং ঝেড়ে দেয়, তাদের মনটা একেবারে সাদা পাতা... মনের মধ্যে নো কাদা... তবে হ্যা, লেখক হিসাবে তো একটু কোন কমেন্টস আশাই করতে পারেন... একটা গল্প নামানো যে কি পরিশ্রমের কাজ, সেটা তো আপনিও বোঝেন... তাই পিনুদার কথায় কিছু মনে না করে মাঝে মাঝে এসে আপনার মন্তব্য রেখে যাবেন, ব্যস, দেখবেন হয়তো অদূর ভবিষ্যতে পিনুরাম আপনার খুব ভালো বন্ধু হয়ে উঠেছে... কে বলতে পারে?