16-12-2020, 01:35 PM
(16-12-2020, 01:11 PM)pinuram Wrote: না, আপনাকে আমি কেন চিনতে যাবো অথবা কেন জানতে যাব? আপনার মতন প্রচুর আছেন যারা চুপচাপ গল্প পড়ে চলে যান! আপনি হটাত করেই লিখে বসলেন আমার সব গল্প নাকি আপনি পড়েছেন, আমি কি করে জানব? আর হ্যাঁ, প্রচুর লোক আছে যারা আমার গল্প পড়ে চলে যায়, অথবা অন্য সাইটে পোস্ট করে দেয়! আমি শুধু মাত্র এখানে গল্প লিখতে আসি না, আমি এখানে আসি গল্প লেখার সাথে গল্প করতে, বন্ধুত্ত পাতাতে, ভারচুয়াল হোক তাও সই কিন্তু বন্ধুত্ত এক অন্য জিনিস! হটাত করে আজকে আপনার এই গল্পে কমেন্ট করতে কেন সুবুদ্ধি ঘটল একটু জানাবেন? লজ্জা হচ্ছিল নাকি এতদিন চুপচাপ পড়ে যাওয়াতে? আমি ঠিক করেছি এই গল্পটা এর বেশি আর এগোব না, এই আপনাদের জন্য আর এগবে না! আমার এই থ্রেডে যারা অন্তত কুড়িটার বেশি কমেন্ট করেছে আর যারা আমার ভালো বন্ধু তাদের জন্য লিখব গল্প! তাদের আমি ব্যাক্তিগত ভাবে ইমেল করে অথবা মেসেজ পাঠিয়ে গল্প শেষ করে দেবো! আজকের পরে এই থ্রেডে আর গল্প আসবে না !!!!!!দাদা আপনি রাগ করতে ই পারেন।
সেটা আপনার করার যথেষ্ট কারন ও আছে।
কিন্তু আমি সত্যি বলছি, গতকাল জানার পর পুরো টা পড়ে তবে ই লিখেছি।
আর এটা ও সত্য যে নিজে র কিছু কিছু ঘটনা, র্দুঘটনা, তে ফিরে ফিরে যাচ্ছিলাম।
এর আগে কিছু লিখি নি বলে রাগ না করে, অপরাধ মার্জনা করে নিন।
এবার থেকে নিয়মিত লিখব।
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।