16-12-2020, 10:46 AM
(This post was last modified: 16-12-2020, 12:22 PM by Nilpori. Edited 1 time in total. Edited 1 time in total.)
প্রথমেই আমার সশ্রদ্ধ নমস্কার জানালাম।
আপনি আমাকে চিনবেন না। আমি আপনার লেখা সব ই প্রায় পড়েছি। আমি জানতাম ও না যে আবার আপনি শব্দের শালপ্রাংশু ছায়া তে হিচককীয় মায়া সৃষ্টি তে নতুন ভাবে বিভোর হয়েছেন। এই ফোরাম এর ই একজন আছেন যিনি কিনা আমার আত্মার আত্মীয় স্বরূপ সুহৃদ। তিনি ই আমায় জানালেন যে পিনু দাদা আবার হুডিনি হয়ে ঐন্দ্রজালিক মোহাবিষ্ট করে ফেলেছেন সমগ্র পাঠকবর্গ কে।
আমি কেন জানি না নিজের মধ্যে এক মিশ্র অনুভূতি র মোহে আবিষ্ট। অম্বালিকা র কিছু টা, অম্বরীশ এর কিছু টা আবার সাথে ঝিনুকের কিছু টা নিয়ে নিজের জীবনের ফেলে আসা বোধ এর সাথে মিশিয়ে ফেলছি।
মনে পড়ে যাচ্ছে
Robert FROST এর একটা লাইন
And miles to go before I sleep,
And miles to go before I sleep.
প্রেম ও দেহ র ঐহিক থেকে শৈল্পিক রুপান্তর যে এমন সাবলীল ভাষা তে উপস্থাপন করা সম্ভব সেটা এই গল্প টা না পড়লে অনুভব করতে পারতাম না।
শব্দের এমন ছন্দবন্ধ মায়াময়তা যে সেটা কখন লেখনী র গন্ডি পেরিয়ে স্বপ্নিল মনোচিত্র তে পরিনত হয়েছে নিজেই বুঝতে পারি নি।
একান্ত নিজের কিছু কথা তে জানাই -----
একটু আগুন পাই কোথায় ?
আগুন জ্বালাতে জ্বালাতে প্রস্তরযুগও পেরিয়ে এসেছি আমি
একটু আগুন যদি জ্বালিয়ে দাও –
আমি হোম হতে পারি –
ধুপ হতে পারি –
আমি তুবড়ির মত আনন্দ দিতে পারি –
একটু আগুন –
একটু আগুন যদি জ্বালিয়ে দাও ।।
আপনি আমাকে চিনবেন না। আমি আপনার লেখা সব ই প্রায় পড়েছি। আমি জানতাম ও না যে আবার আপনি শব্দের শালপ্রাংশু ছায়া তে হিচককীয় মায়া সৃষ্টি তে নতুন ভাবে বিভোর হয়েছেন। এই ফোরাম এর ই একজন আছেন যিনি কিনা আমার আত্মার আত্মীয় স্বরূপ সুহৃদ। তিনি ই আমায় জানালেন যে পিনু দাদা আবার হুডিনি হয়ে ঐন্দ্রজালিক মোহাবিষ্ট করে ফেলেছেন সমগ্র পাঠকবর্গ কে।
আমি কেন জানি না নিজের মধ্যে এক মিশ্র অনুভূতি র মোহে আবিষ্ট। অম্বালিকা র কিছু টা, অম্বরীশ এর কিছু টা আবার সাথে ঝিনুকের কিছু টা নিয়ে নিজের জীবনের ফেলে আসা বোধ এর সাথে মিশিয়ে ফেলছি।
মনে পড়ে যাচ্ছে
Robert FROST এর একটা লাইন
And miles to go before I sleep,
And miles to go before I sleep.
প্রেম ও দেহ র ঐহিক থেকে শৈল্পিক রুপান্তর যে এমন সাবলীল ভাষা তে উপস্থাপন করা সম্ভব সেটা এই গল্প টা না পড়লে অনুভব করতে পারতাম না।
শব্দের এমন ছন্দবন্ধ মায়াময়তা যে সেটা কখন লেখনী র গন্ডি পেরিয়ে স্বপ্নিল মনোচিত্র তে পরিনত হয়েছে নিজেই বুঝতে পারি নি।
একান্ত নিজের কিছু কথা তে জানাই -----
একটু আগুন পাই কোথায় ?
আগুন জ্বালাতে জ্বালাতে প্রস্তরযুগও পেরিয়ে এসেছি আমি
একটু আগুন যদি জ্বালিয়ে দাও –
আমি হোম হতে পারি –
ধুপ হতে পারি –
আমি তুবড়ির মত আনন্দ দিতে পারি –
একটু আগুন –
একটু আগুন যদি জ্বালিয়ে দাও ।।
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।