15-12-2020, 12:44 PM
(15-12-2020, 09:12 AM)ddey333 Wrote: আমি যখন সদ্যফোঁটা ....
একটু চালাক .... বেশিই বোকা ,
তখন দিলে আমায় ছুঁয়ে
ভাঙলো ঘুম , চলবো দুয়ে ....
ঝিনুক আমার কানে কানে এইমাত্র বললো !!!
(15-12-2020, 09:25 AM)ddey333 Wrote:
(15-12-2020, 10:37 AM)ddey333 Wrote: পুরুষ আর নারীর মিলনের এরকম বিস্তৃত ড্রামাটিক বর্ণনা স্বয়ং পিনুরামেরও অন্য কোনো লেখায় কখনো পড়েছি বলে মনে পড়ছে না !!!
প্রত্যেকটা শব্দের থেকে ঝলকে ঝলকে উঠেছে শারীরিক কামনা / উত্তেজনা আর তার সঙ্গে সঙ্গে সুগভীর ভালোবাসা / আবেগ।
কি বলবো কোনো কিছু ভেবে পাচ্ছিনা !!!
অসাধারণ ! অসাধারণ !! অসাধারণ !!!
এই শোনো না তুমি এমন ভাবে আমাদের প্রেমের বুলিটাও সবাই কে বলে দেবে? তোমার কানে কানে কথাটা বললাম আর তুমি কি না বলে দিলে? ইসসস... কি লজ্জা! উফফফ তোমাকে নিয়ে আর পারা যায় না! ইসসস আবার কি শুরু করেছ, এই তো একটু আগেই, নাহহহহ... যাও তো আগে স্নানে যাও... স্নানের নামে আমাকে তো যে ভাবে স্নান করিয়ে দিলে... (দুই হাতে মুখ ঢেকে ফেলে) এই দেখো আবার ওই ভাবে চটকাচ্ছো কেন, ইসসস... উফফফ হানি ভেতরে কেমন কেমন যেন হচ্ছে... (ঠাস করে একটা আদরের চাঁটি পড়ল লোমশ ছাতির ওপরে) ধ্যাত আমি চললাম কিন্তু তুমি শুয়েই থাকো !!!!!!
আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী,
সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন নিলে,
একটি সে মন ছিল যাযাবর বহুদিন পরে যেন পেলো তারি ঘর,
পথ ভুলে সে পথ ভুলে যে পথে লুকানো ছিল সুখেরই সাগর !!!!!