15-12-2020, 11:45 AM
শেষের আগের পর্বটা পড়ে মন খারাপ হয়ে গিয়েছিলো । চিঠিটা সত্যিই দেবিকার দৃষ্টি ভঙ্গি থেকে যথাযত মনে হয়েছিলো । কারণ ওর মনে এই রকম প্রশ্নের উদ্রেক হতেই পারে । ভাবলাম তুমি এদের মিলন দেখাবেনা । একটা দুঃখদ স্থিতিতে নিয়ে গিয়ে গল্পটা শেষ করে দেবে । রাগ হচ্ছিলো তোমার উপর ।
কিন্তু পরের পর্বে এসে সবকিছু পরিষ্কার হয়ে গেলো । আমার বিশ্বাস বাঁচার অধিকার সবারই আছে । সুতরাং এক্ষেত্রে দেবিকার ক্ষেত্রে নয় কেন । পরিস্থিতি মানুষ কে খারাপ বানায় । সমাজ মানুষকে পৃথক করে ।
চিঠিটা এমন বাস্তবিক ভঙ্গিতে লেখা হয়েছে মনে হলো । সত্যিই দেবিকায় যেন এই চিঠি তোমায় লিখে দিয়ে গেছে । জানিনা এটাও হতে পারে তুমি তোমার বাস্তবিক জীবনের কোনো এক অভিজ্ঞতা আমাদের এখানে মেলে ধরেছো ।
আর শেষ পর্বটা এই গল্পের সেরা অধ্যায় । পূর্ণ দক্ষতায় লিখেছো তুমি ওটাকে । অসাধারণ ।
ঠিক যেন কোনো সদ্য বিবাহিত যুগলের মধ্যেকার কথোপকথন ।পাঠক হিসাবে ওটার ভরপুর উপভোগ করলাম ।
যার তুলনা হয়না । তোমার লেখনীকে সেলাম জানাই ।
আর একদম শেষে বলতে চাই তুমি শেষ পর্বটা দিয়ে, গল্পের অরিজিনাল লেখকে একটা tribute দিলে ।
ওনার প্রতি সম্মান তোমার এই শেষ পর্ব ।
তবে খুশির খবর তুমি হয়তো শীঘ্রই তোমার নিজস্ব লেখা পূর্ণ দৈর্ঘের প্রেম ভালোবাসার গল্প নিয়ে হাজির হচ্ছ ।
কিন্তু পরের পর্বে এসে সবকিছু পরিষ্কার হয়ে গেলো । আমার বিশ্বাস বাঁচার অধিকার সবারই আছে । সুতরাং এক্ষেত্রে দেবিকার ক্ষেত্রে নয় কেন । পরিস্থিতি মানুষ কে খারাপ বানায় । সমাজ মানুষকে পৃথক করে ।
চিঠিটা এমন বাস্তবিক ভঙ্গিতে লেখা হয়েছে মনে হলো । সত্যিই দেবিকায় যেন এই চিঠি তোমায় লিখে দিয়ে গেছে । জানিনা এটাও হতে পারে তুমি তোমার বাস্তবিক জীবনের কোনো এক অভিজ্ঞতা আমাদের এখানে মেলে ধরেছো ।
আর শেষ পর্বটা এই গল্পের সেরা অধ্যায় । পূর্ণ দক্ষতায় লিখেছো তুমি ওটাকে । অসাধারণ ।
ঠিক যেন কোনো সদ্য বিবাহিত যুগলের মধ্যেকার কথোপকথন ।পাঠক হিসাবে ওটার ভরপুর উপভোগ করলাম ।
যার তুলনা হয়না । তোমার লেখনীকে সেলাম জানাই ।
আর একদম শেষে বলতে চাই তুমি শেষ পর্বটা দিয়ে, গল্পের অরিজিনাল লেখকে একটা tribute দিলে ।
ওনার প্রতি সম্মান তোমার এই শেষ পর্ব ।
তবে খুশির খবর তুমি হয়তো শীঘ্রই তোমার নিজস্ব লেখা পূর্ণ দৈর্ঘের প্রেম ভালোবাসার গল্প নিয়ে হাজির হচ্ছ ।