14-12-2020, 11:20 PM
(14-12-2020, 12:00 PM)ddey333 Wrote: কি করে যে বোঝাই সবাইকে ,যেদিন ঝিনুকের সঙ্গে প্রথম দেখা রিশুর, যে মুহূর্তে রিশু ওর ক্ষতবিক্ষত কোমল ওই গালগুলো দেখে চমকে উঠেছিল ঠিক সেই মুহূর্ত থেকে রিশুর চোখই আমার চোখ , রিশুর হৃদয় ই আমার হৃদয়।
রিশুর চোখ দিয়ে দেখছি আমার প্রেয়সীকে , রিশুর হাত দিয়েই ছুঁয়ে আছি আমার প্রাণের চেয়েও বেশি আমার প্রাণপ্রিয়াকে !!!
এরপরে যেগুলো ঘটতে চলেছে সেগুলোও আসলে আমিই করবো , শুধু রূপটা থাকবে রিশুর !!!!!!!
এই জানো গো, তুমি না আমার মনের কথাটা না ভীষণ ভাবেই বুঝে যাও, জানি তুমি সেই মানুষ