Thread Rating:
  • 67 Vote(s) - 3.36 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance শেষের পাতায় শুরু (Completed)
পর্ব আট – (#5-41)

 
সারাটা রাস্তা একটা অস্বস্তিবোধ চলছিল রিশুর মনে মধ্যে, এতদিন পরে চন্দ্রিকাকে সঠিক ভাবেই চিনতে পেরেছে, স্বামীর সাথে বিচ্ছেদের পরেই ওর রিশুর কথা মনে পড়েছে, বিগত ছয় বছরে একবারের জন্য ফোন করেনি এমন কি শেষের চিঠিতেও ওকে সন্দেহ করেই লিখেছিল। মার্কেটে পৌঁছে বাইক পার্ক করতে করতে অদুরে দাঁড়ানো ওর রূপসী স্ত্রীর দেখা পেয়ে সেই অস্বস্তি বোধ কেটে যায়। সন্ধ্যে বেলায় মার্কেটে বেশ ভিড়, কিন্তু সেই ভিড়ের মধ্যেও ওর চোখ ঝিনুককে ঠিক খুঁজে নেয়। গায়ে গাড় নীল রঙের ওভারকোট লম্বা রেশমি চুল মৃদু হাওয়া উড়ছে, কোমল চাঁপারকলি আঙ্গুল নাড়িয়ে মিষ্টি ঠোঁট নাড়িয়ে রিতিকার সাথে গল্পে মশগুল। রিতিকার সাথে গল্প করলেও মাঝে মাঝেই মাথার চুলে আঙ্গুল বুলিয়ে ডান কানের ওপরে সরিয়ে রাস্তার দিকে অধীর তৃষ্ণার্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। বেশ কিছুক্ষন অদুরে দাঁড়িয়ে প্রেয়সীর অধীর অপেক্ষারত মদির চোখ দুটো দেখে ধির পায়ে ওদের দিকে এগিয়ে যায়।
 
রিশুকে দেখতে পেয়েই এক প্রকার দৌড়ে এসে ওর বাম বাজু দুই হাতে জড়িয়ে ধরে মিষ্টি করে ধমকে ওঠে, “এত দেরি করলে কেন?”

কাছে আসতেই প্রেয়সীর গায়ের মদির গন্ধে উন্মাদপ্রায় হয়ে যায় রিশু, বড় বড় কাজল কালো চোখের তারায় অনুরক্তের তীব্র ভাষা। দুপুরে ঠোঁটে বাদামি রঙ দেখেছিল, এখন সেই মিষ্টি ঠোঁট জোড়া হাল্কা গোলাপি রঙ্গে রঞ্জিত দেখে রিশুর বুকের রক্তে হিল্লোল উঠে যায়। প্রেয়সীর কোমল হাতের ওপরে হাত রেখে উত্তর দেয়, “রাস্তায় একটু জ্যামে ফেঁসে গেছিলাম।”

রিতিকা ওদের দিকে এগিয়ে এসে হেসে বলে, “তোমার জন্য ওয়েট করতে করতে পাগল হয়ে গেছে তোমার বউ।”

রিতিকার কথায় লজ্জা পেয়ে যায় ঝিনুক, পারলে রিশুর পিঠের পেছনে মুখ লুকিয়ে ফেলে, “না গো, তেমন কিছু না।”

রিতিকা মুচকি হেসে ওকে বলে, “হ্যাঁ তুই তো রাস্তার দিকে তাকিয়ে গাড়ি গুনছিলিস তাই না।”

রিশুও সেই সাথে মজার ছলে প্রেয়সীকে বলে, “আমিও দেখেছি কিন্তু তুমি রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে গাড়ি গুনছিলে।”

রিশুর বাজুর ওপরে জ্যাকেটের অপর দিয়ে আলতো দাঁত বসিয়ে বলে, “এবারে কামড়ে দেবো কিন্তু।”

রিতিকা চুকচুক করে বলে, “ওরে তোরা বাড়ি যা।” বলেই হেসে ফেলে।

ঝিনুক রিতিকাকে ইয়ার্কি মেরে বলে, “আমরা না হয় বাড়িতেই যাবো, তোর তাড়া আছে নাকি? কেউ তোর জন্য ওয়েট করছে নাকি রে?”

রিতিকা মুখ বেঁকিয়ে হেসে বলে, “নো ডারলিং, আই এম সিঙ্গেল রেডি টু মিঙ্গেল।” তারপরে রিশুর দিকে দেখে বলে, “দেখো না অম্বরীশ তোমার কোন চেনা শোনা কাউকে।”

রিশু রিতিকার কথা শুনে হেসে উত্তর দেয়, “বড্ড দেরি করে দিলে তুমি, আমার ব্যাচের মধ্যে আমার সব থেকে শেষে বিয়ে হয়েছে।”

রিতিকা আক্ষেপের শুরে বলে, “তোমার ব্যাচের না হোক, হসপিটালে আরো তো ডাক্তার আছে, দেখো না কাউকে।”

ঝিনুক মুচকি হেসে রিশুকে বলে, “হ্যাঁ হ্যাঁ একটা সাইকিয়াট্রিস্ট দেখো তো এর জন্য, পুরো পাগলি মেয়ে।”

রিশু মৃদু হেসে রিতিকাকে বলে, “আচ্ছা বেশ তোমার জন্য তাহলে একটা সাইকিয়েট্রিস্ট দেখেই দেবো।”
 
আরো বেশ কিছুক্ষন গল্প গুজব করার পরে রিতিকাকে একটা ক্যাবে উঠিয়ে দিয়ে ঝিনুক আর রিশু বাড়ির পথ ধরে। মার্কেট থেকে ওদের বাড়ি বেশি দুরের পথ নয়। বাইকের দুইপাশে পা দিয়ে রিশুর পেছনে উঠে বসে ঝিনুক। রিশুর বগলের তলা দিয়ে হাত গলিয়ে দুই কাঁধ আঁকরে ধরে নিজের দেহ রিশুর পিঠের ওপরে পিষে ধরে। রিশুর নাকে ভেসে আসে সুন্দরী ললনার দেহ নির্গত মদির ঘ্রাণ, প্রেয়সীর সেই মিষ্টি মধুর গন্ধে মাথা একটু পেছনের দিকে হেলিয়ে দেয় রিশু। ঝিনুকের কোমল গালের সাথে নিজের গাল ঠেকিয়ে আলতো ঘষে দেয়। গন্ডের ত্বকের ঘর্ষণে অন্ধকার সেই বাইক পারকিঙ্গে দুই তৃষ্ণার্ত কপোত কপোতীর হৃদয়ে প্রেমের স্ফুলিঙ্গ ফুটতে শুরু করে দেয়। রিশু নিজের পিঠের ওপরে প্রেমিকার পিনোন্নত নিটোল স্তন যুগলের পেষণে ওর শিরদাঁড়া বয়ে তপ্ত লাভার ন্যায় রক্ত ধেয়ে বেড়াতে শুরু করে দেয়। ওর কাঁধের ওপরে চাঁপার কলি আঙ্গুল মেলে শরীরের সব শক্তি দিয়ে রিশুকে আঁকরে ধরাতে রিশুর হৃদস্পন্দন ধিরে ধিরে বাড়তে শুরু করে দেয়।
 
আসন্ন উত্তেজনায় রিশুর গলা কেঁপে ওঠে, “বাইক চালাতে দেবে নাকি এইভাবে দুষ্টুমি করে যাবে।”

বাম কাঁধের ওপরে থুঁতনি রেখে রিশুর কানে উষ্ণ শ্বাসের ঢেউ বইয়ে মিষ্টি মধুর কন্ঠে বলে, “এখুনি বাড়িতেই ফিরতে হবে? কোথাও গেলে হয় না?”

প্রেয়সীর প্রেমকাতর মদির কন্ঠে রিশুর বুকের রক্ত তোলপাড় করে ওঠে, “এত রাতে কোথায় যেতে চাও?”

রিশুর গালে গাল ঘষে চোখ বুজে ফিসফিস করে বলে, “কোন জায়গায় নয়, এমনি ভাবেই ফাঁকা রাস্তায় উড়ে বেড়াতে চাই। আমি তো শুধু তোমাকে এইভাবে জড়িয়ে ধরে বসে থাকতে চাইছিলাম।”

বুক ভরে শ্বাস নেয় রিশু, “এত ঠান্ডা না হলে তোমাকে নিয়ে লং ড্রাইভে বেড়িয়ে পড়তাম। এই শীতে বাইকে লং ড্রাইভ একটু মুশকিল, ঝুনু। তোমার হেলমেট অথবা শাল কিছুই আনা হয়নি।”

দয়িতের মুখে আদরের নাম “ঝুনু” শুনে নিজেকে উজাড় করে ঢেলে দেয় রিশুর পিঠের ওপরে, দুই পেলব বাহু দিয়ে প্রানপনে আঁকরে ধরে রিশুকে, কানে কানে মধু ঢালা কন্ঠে বলে, “আচ্ছা বাড়ি চলো।”

বাইক স্টার্ট করে ঝিনুককে জিজ্ঞেস করে, “তুমি আমাকে এখানে ডাকলে ফিশ ফ্রাই খাওয়ানোর জন্য, কই সেই ফিস ফ্রাই?”

মুচকি হাসি দিয়ে ঝিনুক উত্তর দেয়, “আমি জানি তুমি বাইরের কিছুই খাও না। বাড়ি ফিরে স্নান না করা পর্যন্ত কোন কিছুতেই হাত দাও না। তাই ভাবলাম বাইরের কিছুই খেয়ে কাজ নেই।”

রিশু মাথা দুলিয়ে বলে, “আরে না রে, তুমি খেতে পারতে। দেখো তোমার সাথে বেড়িয়ে সেদিন ফুচকা খেয়েছিলাম কিন্তু। চলো ফিস ফ্রাই খেয়েই আসি।”

রিশুকে একদম ছাড়তে ইচ্ছে করছিল না ঝিনুকের তাই ওকে বলে, “না না আর যেতে হবে না থাক। তুমি চাইলে আমি বাড়িতেই বানিয়ে দেব।”

হেসে ফেলে রিশু, এই কয়দিনে নিজে হাতে কিছুই রান্না করেনি তাই ওকে বলে, “আচ্ছাআ... তুমি রান্না করতে জানো? আমি তো ভেবেছিলাম তুমি শুধু ডিম সেদ্দ আর ম্যাগি বানাতে জানো।”

সেটাই সত্যি নিজের বাড়িতে কোনদিন রান্নাঘরে ঢোকেনি ঝিনুক, ওর মা ওকে অনেকবার বলেছে একটু রান্নাবান্না কর, সারাদিন আমি খেটে মরি আর বাড়ির দুই মেয়ে কুটোটি পর্যন্ত নাড়াতে চায়না। মুচকি হেসে রিশুকে বলে, “আচ্ছা, মা বুঝি তোমাকে এই সব বলেছে? তুমিও তো রান্না কর না।”

হেসে ফেলে রিশু, “আচ্ছা এরপরে না হয় দুইজনে রান্নাঘরে এক্সপেরিমেন্ট করব।”

দুষ্টুমি করেই রিশুকে জিজ্ঞেস করে ঝিনুক, “কিসের এক্সপেরিমেন্ট করবে মাই ডিয়ার ডক?”

প্রেয়সীর কথার অন্তর্নিহিত অর্থ বুঝতে পেরে মুচকি হেসে রিশু উত্তর দেয়, “একেবারে প্রাক্টিকাল করেই দেখাব।”

রিশুর গালে আলতো কামর দিয়ে মদির কন্ঠে বলে, “সময় হলে দেখব কত প্রাক্টিকাল কর।”

গালের ওপরে প্রেয়সীর দাঁতের ছোঁয়া পেয়ে কেঁপে ওঠে রিশুর সারা শরীর, “তুমি দুষ্টুমি করা থামাবে নাকি।”

খিলখিল করে হেসে ফেলে ঝিনুক, “আচ্ছা বাবা নো কিসিং নো দুষ্টুমি। চলো কোথায় নিয়ে যাবে।”

বাইক চালাতে শুরু করে রিশু উত্তর দেয়, “প্রাক্টিকাল করতে...”
 
ঝিনুক ওর কথা শুনে হেসে ফেলে। ইচ্ছে করেই প্রেয়সীর নীরব অনুরোধ মেনে বেশ ধিরে বাইক চালায় রিশু। ওর বাম কাঁধের ওপরে থুঁতনি রেখে সারাটা রাস্তা দুই বাহু দিয়ে রিশুকে পেছন থেকে আস্টেপিস্টে জাপটে ধরে চুপচাপ বসে থাকে ঝিনুক। হেলমেট না পরে থাকায় রিশুর চুলের সাথে ঝিনুকের রেশমি করবী জড়িয়ে যায়, মাঝে মাঝেই রিশুর মুখের ওপরে উড়ে আসে রেশমি চুলের গোছা। পার্লার থেকে সদ্য গাড় বাদামি রঙ করিয়ে এসেছে, সামনের চুলের কয়েক গোছার রঙ একটু ভিন্ন একটু হাল্কা বাদামি। সেদিন সেই পাঁচ মিনিটের পথ পার করতে কুড়ি মিনিটে লেগে যায়। সারাটা রাস্তা রিশু শুধু পরিকল্পনা করে কি ভাবে প্রেয়সীকে এই হার দেওয়া যায়। সারাটা রাস্তা ঝিনুক রিশুর উষ্ণ গালে গাল ঠেকিয়ে মনে মনে ভাবে, ইসসস ছি ছি, এখুনি আর ভাবতে নেই সে সব কথা।
 
নিজের ফ্লাটে ঢুকে বসার ঘরের লাইট জ্বালিয়ে দিয়ে ঝিনুক রিশুর হাত থেকে ওর ব্যাগ এপ্রন আর স্টেথো নিয়ে নেয়। মত্ত হস্তিনীর মতন ভারী নিতম্ব দুলিয়ে সারা অঙ্গে মোহনীয় হিল্লোল তুলে শোয়ার ঘরের মধ্যে ঢুকে পরে। সোফায় বসে জুতো খুলতে খুলতে ঝিনুকের মত্ত চলন দেখে থমকে যায় রিশু। হাত দুটো নিশপিশ করে ওঠে প্রেয়সীকে নিজের বাহুবেষ্টনীতে আবদ্ধ করার। পিচ ফলের মতন লালচে গালে চুম্বনে চুম্বনে অতিষ্ঠ করে তোলার অভিপ্রায় জেগে ওঠে রিশুর বুকে। আসন্ন “প্রাক্টিকালের” কথা চিন্তা করতেই বুকের রক্ত তুষের আগুনের মতন ধিকিধিকি করে জ্বলতে শুরু করে দেয়। শুধু মাত্র চলনেই এই মাতন, চোখের ভাষায় সেই সকাল থেকেই ঘায়েল হয়ে পড়েছে। শোয়ার ঘরে ঢোকার আগে ঘাড় ঘুরিয়ে রিশুকে ভুরু নাচিয়ে ইশারায় প্রশ্ন করে, অত কি দেখছ? ধরা পরে গেছে দেখে লজ্জা পেয়ে রিশু মাথা দোলায়, না না কিছু না। রিশু জুতো খুলে শোয়ার ঘরের দিকে পা বাড়াতেই ঝিনুকের বুকের মধ্যে দুরুদুরু শুরু হয়ে যায়, যেভাবে তখন থেকে ওই গভীর চোখের চাহনি ওকে তাড়িয়ে বেড়াচ্ছে তাতে আসন্ন “বিপদ” এর ভীষণ সঙ্কেত দিচ্ছে।
 
নিচের ঠোঁট দাঁতে কেটে রিশুর দিকে হাত তুলে বলে, “এই আমি এখন ড্রেস চেঞ্জ করব, এখন আসবে না কিন্তু।”

চুলের মধ্যে আঙ্গুল বুলিয়ে মুচকি হেসে প্রেয়সীকে বলে, “চেঞ্জ কি করবে?”

ভুরু কুঁচকে দয়িতের দিকে তাকিয়ে প্রশ্ন করে ঝিনুক, “মানে?”

রূপসী ললনার দিকে দুই পা এগিয়ে এসে ফিসফিস করে বলে, “কিছু পড়ার দরকার আছে কি?”

ভীষণ ভাবেই লজ্জা পেয়ে যায় ঝিনুক, ডান হাত তুলে ওর দিকে দেখিয়ে বলে, “কাছে আসলে এবারে মারবো কিন্তু।”

প্রেয়সীর চপেটা সঙ্কেত উপেক্ষা করে এগিয়ে আসে রিশু, “ফিস ফ্রাই তো খাওয়ালে না তোমার হাতের মার খাই তাতেই শান্তি।”

বুকের ওপরে কিল মেরে ঠ্যালা মেরে রিশুকে শোয়ার ঘর থেকে বার করে দেয় ঝিনুক, “প্লিজ যাও না, আমি চেঞ্জ করব।” তারপরে মুখ বেঁকিয়ে ওকে বলে, “এবারে তোমার স্নানের দেরি হচ্ছে না?”

বুকের বাম দিকে হাত বুলিয়ে ঝিনুকের দিকে একটা তৃষ্ণার্ত চাহনি নিয়ে তাকিয়ে রিশু বলে, “আচ্ছা বাবা যাচ্ছি।”
 
বেড়িয়ে যাওয়ার আগে নিজের ব্যাগ নিয়ে পাশের ঘরে ঢুকে পরে রিশু। দরজা বন্ধ করে আলমারি খুলে রাতের পোশাক বার করে ঝিনুক। বেড়িয়ে যাওয়ার আগের মুহূর্তের রিশুর তীব্র তৃষ্ণার্ত চাহনির কথা মনে পড়তেই বুকের রক্ত ভীষণ ভাবেই চঞ্চল হয়ে ওঠে ঝিনুকের। সারাদিনের ক্লেদ থেকে মুক্তি পেতে হলে এই রাতে স্নান করতেই হবে। পরনের পোশাক খুলে ফেলে একটা ঢিলে টপ আর একটা চাপা লেগিন্স পরে নেয়। ঘর থেকে বেরনোর আগে রুম হিটারটা চালিয়ে দেয়। রুম থেকে বেড়িয়ে দেখে রিশু একটা গেঞ্জি আর কোমরে একটা তোয়ালে জড়িয়ে বাথরুমের দরজায় দাঁড়িয়ে। রিশুর লম্বা চওড়া দেহ কাঠামো দেখে বুকের রক্ত এলোপাথাড়ি ছুটতে শুরু করে দেয়।
 
অন্য দিনের মতন বাথরুমের রডে ঝিনুকের ভিজে জামা কাপড় দেখতে না পেয়ে রিশু মুচকি হেসে ওকে বলে, “আজকে তাহলে কাপড় শুকাতে মনে ছিল?”

মাথা দোলায় ঝিনুক, “হুম।”

রিশু ডান হাত মুঠো করে ঝিনুকের দিকে বাড়িয়ে দিয়ে বলে, “ছোট্ট একটা সারপ্রাইজ আছে তোমার জন্য।”

ভুরু নাচিয়ে ঝিনুক ওকে জিজ্ঞেস করে, “কি এটা?”

সুন্দরী স্ত্রীর চোখে চোখ রেখে গভীর ভাবে তাকিয়ে বলে, “এখন তোমাকে কিছুই দিতে পারিনি তাই...”

কথাটা শুনে ঝিনুকের দৃষ্টি প্রেমবারিতে ঝাপসা হয়ে আসে, “কে বলেছে তুমি কিছু দাও নি।” বলেই ছুটে গিয়ে ঝাঁপিয়ে পরে রিশুর বুকের ওপরে। দুই পেলব হাতে রিশুর বলিষ্ঠ দেহ কাঠামো প্রানপনে জড়িয়ে ধরে বলে, “ইউ আর এনাফ ইন মাই লাইফ, হানি।”

প্রেয়সীর কোমল বাহু বেষ্টনীতে আবদ্ধ হয়ে ভীষণ ভাবেই প্রেমকাতর হয়ে পরে রিশু, বাঁ হাতে ঝিনুকের নধর কোমল দেহপল্লব জড়িয়ে ধরে ওর চোখের সামনে ডান হাতের মুঠো খুলে বলে, “কেমন এটা?”

হাতের তালুর মধ্যে চকচকে বেশ বড় একটা সোনার হার সেই হারের সাথে একটা বেশ বড় মুক্তোর লকেট দেখে আবেগজনিত কন্ঠে রিশুকে বলে, “এটা কি তোমার চেয়েও দামী?”

প্রেমিকার অন্তর্বাসহীন দুই পীনোন্নত স্তন যুগল রিশুর প্রসস্থ ছাতির সাথে ভীষণ ভাবেই পিষ্ঠ হয়ে যায়। তপ্ত ছাতির পরশে ঝিনুকের স্তনাগ্র নুড়ি পাথরের মতন কঠিন হয়ে ওঠে। প্রেমাতুরা কামিনীর আবেগমাখা দুই গভীর কালো আঁখির দিকে দেখে বলে, “আমার ঝুনু অনেকদিন পরে খোলস ছাড়িয়ে বেড়িয়েছে দেখে মনে হল একটা মুক্তো প্রেজেন্ট করি।”

রিশুর লোমশ ছাতির ওপরে লালা মাখানো ঠোঁট চেপে ধরে তপ্ত চুম্বন এঁকে দিয়ে বলে, “এনেছো যখন তাহলে পড়িয়ে দাও।”
 
প্রেয়সীর কাঁধে হাত রেখে আয়নার দিকে ঘুরিয়ে দাঁড় করিয়ে রিশু ঝিনুকের পেছনে দাঁড়ায়। আয়নার প্রতিফলনে প্রেমাবেগে ভেসে যাওয়া এক জোড়া কপোত কপোতীর চার আঁখি মিলে যায়। ঝিনুক ফর্সা মসৃণ মরালী গর্দান থেকে রেশমি চুল সরিয়ে ঘাড় উন্মুক্ত করে দেয় রিশুর জন্য। ঝিনুকের রেশমি চুলের মধ্যে নাক ডুবিয়ে প্রেয়সীর মাতাল করা ঘ্রাণে মাথার ঘিলু এলোমেলো করে সোনার হার ঝিনুকের গলায় পড়িয়ে দেয়। ঘাড়ের পেছনে হারের হুক লাগানোর সময়ে রিশুর তপ্ত আঙ্গুলের ডগার পরশে কেঁপে ওঠে মদালসা কামিনী। সামনের দিকে ভীষণ ভাবে উঁচিয়ে থাকা নিটোল দুই স্তনের মাঝে দুলতে থাকা মুক্তোর লকেটে চোখ চলে যায় রিশুর। অন্তর্বাসহীন স্তনযুগল পাতলা টপ ফুঁড়ে হিমালয়ের দুই সুউচ্চ শৃঙ্গের ন্যায় উঁচিয়ে কাতর আবেদন জানায় রিশুকে। প্রেমিকের আঙ্গুলের পরশে ঝিনুকের স্তনাগ্র নুড়ি পাথরের মতন শক্ত হয়ে টপ ফুঁড়ে নিজের আকার ব্যাক্ত করে। আয়নায় চোখে চোখ রেখেই রিশুর মাথা নেমে আসে ঝিনুকের ঘাড়ের ওপরে, ফর্সা মরালী গর্দানে আলতো করে ঠোঁট ছোঁয়াতেই কামাতুরা ললনা চোখ বুজে মাথা হেলিয়ে দেয় রিশুর দিকে। ঠোঁট জোড়া আলতো খুলে যায় ওর, রিশুর তপ্ত জিহবার ডগা উষ্ণ লালার দাগ ফেলে দেয় ঝিনুকের মরালী গর্দানে।
 
রিশুর বাম হাতের থাবা ঝিনুকের উষ্ণ কোমল গোলাকার পেটের ওপরে চেপে বসে, ডান হাতের থাবা ঝিনুকের বুকের পাঁজর ঘেঁষে পীনোন্নত স্তনের একটু নিচে চেপে বসে যায়। দয়িতের হাতের ওপরে হাত রেখে আলিঙ্গন আরো ঘন করে তোলে ঝিনুক। নিটোল নিতম্বের খাঁজে চেপে বসে যায় রিশুর উদ্ধত পুরুষদন্ড, প্রেয়সীর কোমল নিতম্বের ছোঁয়ায় রিশু লিঙ্গ ভীষণ ভাবেই উত্তেজিত হয়ে ওঠে, তপ্ত লৌহশলাকার ন্যায় কঠিন হয়ে দুই নিতম্বের খাদের মাঝে আটকা পরে ভীষণ ভাবেই ফুঁসতে শুরু করে দেয়। প্রানপন শক্তি দিয়ে প্রেয়সীকে দুই বাহু দিয়ে আস্টেপিস্টে বেঁধে ফেলে রিশু। ডান কানের লতি ঠোঁটের মধ্যে নিয়ে চুষে দিতেই ঝিনুকের সর্বাঙ্গে তড়িৎ প্রবাহ ছুটে বেড়াতে শুরু করে। সর্বাঙ্গের সকল রোমকূপ একত্রিত হয়ে মিলনের অপেক্ষায় ফুটে ওঠে। এমন প্রেমাবেগে এর আগে কেউ ঝিনুককে জড়িয়ে ধরেনি, কেউ ওকে বুকভর্তি কোন ভালোবাসার নতুন নামেও ডাকেনি।
 
ঝিনুকের মতন কেউ রিশুর না বলা কথাগুলো এর আগে কেউ বোঝেনি, ওর অজান্তেই মায়ের দেওয়া ওর পছন্দের শারট সেদিন ওর হাতে তুলে দিয়েছিল, ওর অজান্তেই ওর বোনকে দিল্লী আসার কথা ফোনে জানিয়ে দিয়েছে, ওর অজান্তেই ওর শখের জন্য একদিন শাড়ি পড়েছে, ওর অজান্তেই ওর সুপ্ত মনোবাঞ্ছা পূরণ করে সাঙ্ঘাতিক ভাবেই আধুনিক সাজে সজ্জিত হয়ে ওর হসপিটালে গেছে। চূড়ান্ত আধুনিক সাজের এই সুপ্ত মনোবাঞ্ছা রিশু কোনদিন কাউকেই বলেনি তাও কি ভাবে যেন ওর ভালোবাসার পাত্রী ওর চোখের ভাষা পড়ে ফেলে, জানে না।
 
কামনার আগুনে রিশুর দেহ ধিরে ধিরে উত্তপ্ত হয়ে ওঠে, তোয়ালে জাঙ্গিয়ার নিচে ওর প্রকান্ড পুরুষাঙ্গ ভীষণ ভাবেই প্রেয়সীর নিটোল নিতম্বের খাঁজে আটকে পরে দপদপ করে ফুলতে শুরু করে দেয়। কোমল নিতম্বের ওপরে প্রেমিকের পুরুষাঙ্গের ছোঁয়া পেয়ে কামকাতুরা ললনার হৃদয়ে কামবানের জোয়ার আসে। প্রেমিকের প্রকান্ড পুরুষাঙ্গ সুস্পষ্ট ভাবে অনুভব করার জন্য কোমর পেছনের দিকে ঠেলে নিটোল নিতম্ব দিয়ে রিশুর পুরুষাঙ্গ চেপে ধরে। রিশুর বাঁ হাত নেমে যায় ওর গোল তলপেটের ওপরে ঝিনুক আলতো ঠোঁট ফাঁক করে ককিয়ে ওঠে। রিশুর বাহুপাশে আবদ্ধ হয়ে কামোত্তেজিত সাপের মতন কাতরাতে শুরু করে দেয় রূপসী মদালসা মোহিনী।
 
কুহু রবে ডেকে ওঠে ললনা, “উম্মম্ম স্নান ... করবে ...... না... সোনা...”

দুই হাতে প্রেয়সীকে পেছন থেকে জাপ্টে ধরে ঝিনুকের ডান কানের লতিতে আলতো চুমু খেয়ে বলে, “তুমি কত সুন্দরী ঝুনু, তুমি ভীষণ মিষ্টি।”

বারেবারে এই নতুন আদরের নামটা ঝিনুককে এক অনাবিল সুখের স্বর্গে নিয়ে যায়, “আরেকবার ডাকো না প্লিজ...”

মরালী গর্দানে উষ্ণ জিবের ডগা দিয়ে তপ্ত লালার দাগ কেটে গভীর ভাবেই ডাক ছাড়ে রিশুর হৃদয়, “ঝুনুউউ...”
[Image: 20210115-150253.jpg]
Like Reply


Messages In This Thread
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 18-10-2020, 01:30 PM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 21-10-2020, 04:16 PM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 22-10-2020, 03:41 AM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 21-10-2020, 04:13 PM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 22-10-2020, 02:49 PM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 27-10-2020, 02:59 AM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 28-10-2020, 12:21 PM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 28-10-2020, 10:20 PM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 29-10-2020, 01:29 AM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 30-10-2020, 11:22 AM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 01-11-2020, 01:37 AM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 02-11-2020, 12:51 PM
পর্ব আট – (#2-38) - by pinuram - 08-12-2020, 05:19 PM
RE: পর্ব আট – (#2-38) - by pinuram - 09-12-2020, 06:58 PM
Block Guest Users! - by pinuram - 09-12-2020, 11:47 PM
RE: Block Guest Users! - by dreampriya - 10-12-2020, 09:46 AM
RE: Block Guest Users! - by pinuram - 10-12-2020, 12:18 PM
RE: শেষের পাতায় শুরু - by pinuram - 13-12-2020, 03:20 PM
পর্ব আট – (#6-42) - by pinuram - 14-12-2020, 11:37 PM
পর্ব আট – (#7-43) - by pinuram - 14-12-2020, 11:38 PM
পর্ব আট – (#8-44) - by pinuram - 14-12-2020, 11:38 PM



Users browsing this thread: 40 Guest(s)