13-12-2020, 12:49 PM
(This post was last modified: 13-12-2020, 12:50 PM by ddey333. Edited 2 times in total. Edited 2 times in total.)
সময় কাটতে থাকলো ! কমলদা আর মিতালি অনেক সুস্থ ! তবে মিতালি এখন হুইল চেয়ার ছারা হাঁটা চলা করতে পারেনা ! আমাদের কোর্স শেষ হতে আর মাত্র ছমাস বাকি আছে ! এর মধ্যেই আমি দুবার বারি ঘুরে এসেছি ! কমলদা নতুন উদ্দমে তার আনাথ আশ্রমের কাজে দুবে আছেন ! প্রথমবার কানাইএর বিয়েতে গেছিলাম ! আমি রাজু আর সমির মিলে ! খুব আনন্দ করেছিলাম ! মঞ্জু আমার হাত জরিয়ে ধরে বলেছিল "আমাদের বিয়ে কবে হবে ! "
আমি ওর চোখের দিকে তাকিয়ে বলেছিলাম আর মাত্র দেড় বছর পরেই আমাদের বিয়ে হবে ! তবে আমাদের বিয়ে কেউ দেবেনা ! আমরা নিজেরাই করব ! হয়ত কোনও মন্দিরে বা রেজিস্ট্রি আফিসে !
এই তিন বছরে কোয়েল অনেক চেষ্টা করেছে আমার কাছে আসার ! প্রথম প্রথম ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু কানাইএর বিয়ের থেকে ফিরে আসার পর ও জোর করে আমাকে বাঁধার চেষ্টা করায় আমি ওকে প্রত্যাখ্যান করি !
ও নাকি ওর বাড়িতে গিয়ে অনেক কান্নাকাটি শুরু করে দেয় ! সুভাসবাবু নিজে একবার আমার হস্টেলে এসে আমার হাত দুত ধরে ওনাদের বাড়িতে যাবার অনুরোধ করেন ! এক বিকালে হরপ্রিত, সুজাতা, সমির আর রাজুকে নিয়ে আমি কোয়েলদের বাড়িতে যাই ! যাবার আগে সবার সাথে আমি আমার আর মঞ্জুর ব্যাপারে আলোচনা করে নিয়েছিলাম ! আমাদের সবার একটাই উদ্দেশ্য ছিল কোয়েলকে বোঝানো ! সুভাসবাবু এবং ওনার স্ত্রির সামনেই আমি বললাম "দেখো কোয়েল ! আমি তোমার সাথে আজ পর্যন্ত একজন কলেজের বন্ধুর মতই মিশেছি ! তোমার প্রতি কোনোদিনই আমার কোন দুর্বলতা ছিলনা ! অনেকবার তোমাকে বুঝিয়েছি যে আমরা শুধুই বন্ধু !! আমাদের বাড়িতেও তোমাকে বুঝিয়েছি ! এখানে ফিরে এসে এই তিনবছরে তোমাকে বুঝিয়েছি এবং জানিয়েছিও আমার প্রেমের কথা ! আমার প্রেম তুমি নয় ! মঞ্জু আমার জীবনের প্রথম নারী ! আমার প্রথম প্রেম ! এবং শেষ প্রেমও বলতে পার ! কিন্তু তুমি সব জেনেও মঞ্জুকে আমার থেকে দূরে সরিয়ে আমাকে তোমার করতে চেয়েছ !
জোর করে ভালোবাসা পাওয়া যায় না কোয়েল ! একজন বন্ধু হিসাবে তোমাকে আমি সত্তিই খুব ভালোবাসি ! কিন্তু একজন প্রেমিকা হিসাবে নয় আর মঞ্জুর জায়গায় আমি কাউকেই কোনোদিন বসাতে পারবোনা ! ছেলেমানুষি ছেরে দিয়ে ভবিষ্যতের দিকে তাকাও !
সুভাসবাবু এবং ওনার স্ত্রী চুপ করে ছিলেন ! আমি সুভাসবাবুর দিকে তকিয়ে বললাম " কোনোদিন আমাকে কোয়েলের প্রতি দুর্বল হতে দেখেছেন আমাকে ? এইযে হরপ্রিত সুজাতা এরাও তো আমার বান্ধবি ! কই এরা তো কোনোদিন কোয়েলের মতো ছেলেমানুষি করেনি ? আমি কিন্তু কাউকে কোনোদিন সেইভাবে চিন্তা করিনি আর করতেও পারব না ! কারন আমার জীবন আমার জন্য অপেখ্যা করছে কলকাতায় ! শুধু তার জন্য আমি এত কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পরছি ! তাকে নিয়েই আমার ভবিষ্যৎ ! সবাই জানে ! এবং কোয়েল যখন কলকাতায় গেছিলো তখন ও জেনেছিল কিন্তু জেনেও আমাকে আমার মঞ্জুর থেকে আলাদা করে নিজের করতে ছেয়েছিল ! আমি যদি খারাপ ছেলে হতাম তাহলে হয়ত আমি এতদিন কোয়েলের সাথে এঞ্জয় করে চুপচাপ পালিয়ে যেতাম ! কিন্তু আমি সেতা করিনি ! কারন আমার সেই জায়গাটা আমি কাউকে দিতে পারবোনা ! সব জেনেও যদি কোয়েল এইরকম ব্যবহার করে তাহলে আমার দোষ কোথায় আমাকে বলতে পারেন ?
সুভাসবাবু বললেন " আমরা এইসবের বিন্দুবিসর্গ কিছহুই জানতাম না ! কোয়েল কলকাতা থেকে ফিরে এসে শুধু বলেছিল যে ও তোমাকে ভালবাসে ! তোমার ব্যবহারে কোনোদিন কোন বিরুদ্ধাচারন না দেখে তোমাকে আমরা জামাই বলে মেনে নিয়েছিলাম ! আমাদের উছিত ছিল তোমার সাথে আলোচনা করা ! কিন্তু সেটা আমরা করিনি ! আর সেটাই আমাদের বড় ভুল ! তুমি কিছু মনে করোনা বাবা ! আমরা কোয়েলকে বোঝাবো ! "
তারপরের দিন থেকে কোয়েল কলেজে আসা ছেরে দিল ! সুজাতা বলল "হয়ত নিজের ভুল বুঝে আমাদের সামনে আসতে লজ্জা পাচ্ছে ! দুএকদিনের মধ্যেই নিজের ভুল শুধরে ফিরে আসবে ! চিন্তা করোনা ! "
কিন্তু পনেরদিন হয়েগেল তখনও যখন কোয়েল কলেজে এলনা তখন আমি সুজাতাকে বললাম "একবার কোয়েলের বারি গিয়ে খোঁজ নিয়ে দেখো ! যদি দরকার পরে তাহলে কাল সকালে জোর করে ধরে নিয়ে এসো !
পরেরদিনও কোয়েল এলো না ! সুজাতা ও আসেনি ! তাহলে নিশ্চয়ই ও কোয়েলদের বাড়িতেই আছে ! আসবে নিশ্চয়ই !
সুজাতা দুপুরের পরে কলেজে এলো ! মুখ খুব গম্ভির ! আমরা তখন কলেজের ক্যান্টিনে খাবার খাচ্ছি ! এসেই রাজুর পাত থেকে স্প্রিং রোলের এক্তা টুকরো মুখে নিয়ে গম্ভির ভাবে রাজুকে বলল " চলো আমরা কালই রেজিস্ট্রি ম্যারেজ করে নিই ! নাহলে পরিক্ষার পরে তুমিও আমাকে ছেরে চলে যাবে "
ব্যাপারটা কি হটাত কি এমন হোল যে সুজাতা রেজিস্ট্রি সেরে ফেলতে ছাইছে ! কোয়েলকে রাজু বলল " কি হয়েছে সেটা আগে বলবে ? আসল ঘটনা না বলেই বিয়ে সেরে নিতে ছাইছ ?"
- কোয়েলরা হায়দেরাবাদ ছেরে বাংলায় চলে গেছে ! ওর দাদা বাড়িতে ছিল গত পরশুই ওরা কলকাতা চলে গেছে ! ওর বাবা নিজের ট্রান্সফার বাংলায় করিয়ে নিয়েছে ! এখন থেকে ওরা ওখানেই থাকবে !
- তাহলে কোয়েলের ফাইনাল পরিক্ষা ? সমির কথার উত্তরে সুজাতা বলল "জানিনা ! "
সবাই আমার দিকে তাকিয়ে আছে ! কোয়েলের হায়দেরাবাদ ছেরে চলে যাবার জন্য আমিই দ্বায়ি ! সবার চাহুনিতে বুঝতে পারলাম যে কোয়েলের চলে যাওয়াকে ওরা আমাকেই দোষী মানছে !
খাবার ছেরে আমি উঠে পরলাম ! "তোরা কি বলতে ছাইছিস আমার জন্য কোয়েল কলেজ ছেরে চলে গেল ? তোরা সব জেনেও যদি আমাকে দোষ দিস তাহলে আমার আর কিছহুই করার নেই ! কারন আমি কোয়েলের জন্য মঞ্জুকে ধোঁকা দিতে পারবোনা !" বলেই আমি সোজা হস্টেলের রুমে ফিরে এলাম ! কিছুই ভাল লাগছেনা ! আমার জীবনের সাথে এগুলো কি ঘতে চলেছে ?
ঘণ্টা খানেক পরে সমির আর রাজু এলো ! দুজনের মুখই গম্ভির !
আমার সামনে বসে বলল " আমরা কাল রেজিস্ট্রি অফিসে যাব ! তোকেও আমাদের সাথে যেতে হবে ! "
কিছু বুঝতে না পেরে ওদের দিকে তাকালাম !
সমির বলল কাল আমি আর হরপ্রিত রাজু আর সুজাতা বিয়ের আবেদন করে আসব ! কোয়েলের চলে যাওয়াকে ওরা ভালভাবে মেনে নিতে পারছে না ! তাই ওরা এখন থেকেই আমাদের বেঁধে রেখে দিতে চাইছে !
- সেটা খুবই ভাল কথা ! তবে যা কিছু করবি তার আগে নিজের বাবা মাকে জানিয়ে করবি ! কারন আমার বিয়ে আমার বাবা মা সবার অজান্তেই হবে ! আমি নিজেই জানিনা আমার ভালবাসার জন্য আরও কতো গুনগাত দিতে হবে ! কিন্তু তোদের পরিস্থিতি সেইরকম নয় ! তাই নিজেদের আভিভাবকদের জানিয়ে দিস ! পরে যেন ওনারা তোদের দোষারোপ না করেন !
- কিন্তু বাবা মাকে কি ভাবে বলব ? সমির আর রাজু দুজনেই বলে উঠল !
- যেমন করে বাবা মায়ের সাথে সমস্ত কথা শেয়ার করিস ঠিক সেই ভাবেই বলবি !
ওরা গভির চিন্তায় দুবে গেলো !
আমি বললাম "যদি তোরা সত্যি করেই হরপ্রিত আর সুজাতাকে ভালবাসিস তাহলে তোদের বুক শক্ত করে এই সময়টাকে ফেস করতে হবে ! হয়ত তোদের বাবা মা একটু অফেনডেট হবেন ! কিন্তু পরে সব মেনে নেবেন বলেই আমি মনে করি !
ঠিক হোল রেজিস্ট্রি করার আগে সবাই সবার বাবা মায়ের সাথে কথা বলে পারমিসন চাইবে !
আমি ওর চোখের দিকে তাকিয়ে বলেছিলাম আর মাত্র দেড় বছর পরেই আমাদের বিয়ে হবে ! তবে আমাদের বিয়ে কেউ দেবেনা ! আমরা নিজেরাই করব ! হয়ত কোনও মন্দিরে বা রেজিস্ট্রি আফিসে !
এই তিন বছরে কোয়েল অনেক চেষ্টা করেছে আমার কাছে আসার ! প্রথম প্রথম ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু কানাইএর বিয়ের থেকে ফিরে আসার পর ও জোর করে আমাকে বাঁধার চেষ্টা করায় আমি ওকে প্রত্যাখ্যান করি !
ও নাকি ওর বাড়িতে গিয়ে অনেক কান্নাকাটি শুরু করে দেয় ! সুভাসবাবু নিজে একবার আমার হস্টেলে এসে আমার হাত দুত ধরে ওনাদের বাড়িতে যাবার অনুরোধ করেন ! এক বিকালে হরপ্রিত, সুজাতা, সমির আর রাজুকে নিয়ে আমি কোয়েলদের বাড়িতে যাই ! যাবার আগে সবার সাথে আমি আমার আর মঞ্জুর ব্যাপারে আলোচনা করে নিয়েছিলাম ! আমাদের সবার একটাই উদ্দেশ্য ছিল কোয়েলকে বোঝানো ! সুভাসবাবু এবং ওনার স্ত্রির সামনেই আমি বললাম "দেখো কোয়েল ! আমি তোমার সাথে আজ পর্যন্ত একজন কলেজের বন্ধুর মতই মিশেছি ! তোমার প্রতি কোনোদিনই আমার কোন দুর্বলতা ছিলনা ! অনেকবার তোমাকে বুঝিয়েছি যে আমরা শুধুই বন্ধু !! আমাদের বাড়িতেও তোমাকে বুঝিয়েছি ! এখানে ফিরে এসে এই তিনবছরে তোমাকে বুঝিয়েছি এবং জানিয়েছিও আমার প্রেমের কথা ! আমার প্রেম তুমি নয় ! মঞ্জু আমার জীবনের প্রথম নারী ! আমার প্রথম প্রেম ! এবং শেষ প্রেমও বলতে পার ! কিন্তু তুমি সব জেনেও মঞ্জুকে আমার থেকে দূরে সরিয়ে আমাকে তোমার করতে চেয়েছ !
জোর করে ভালোবাসা পাওয়া যায় না কোয়েল ! একজন বন্ধু হিসাবে তোমাকে আমি সত্তিই খুব ভালোবাসি ! কিন্তু একজন প্রেমিকা হিসাবে নয় আর মঞ্জুর জায়গায় আমি কাউকেই কোনোদিন বসাতে পারবোনা ! ছেলেমানুষি ছেরে দিয়ে ভবিষ্যতের দিকে তাকাও !
সুভাসবাবু এবং ওনার স্ত্রী চুপ করে ছিলেন ! আমি সুভাসবাবুর দিকে তকিয়ে বললাম " কোনোদিন আমাকে কোয়েলের প্রতি দুর্বল হতে দেখেছেন আমাকে ? এইযে হরপ্রিত সুজাতা এরাও তো আমার বান্ধবি ! কই এরা তো কোনোদিন কোয়েলের মতো ছেলেমানুষি করেনি ? আমি কিন্তু কাউকে কোনোদিন সেইভাবে চিন্তা করিনি আর করতেও পারব না ! কারন আমার জীবন আমার জন্য অপেখ্যা করছে কলকাতায় ! শুধু তার জন্য আমি এত কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পরছি ! তাকে নিয়েই আমার ভবিষ্যৎ ! সবাই জানে ! এবং কোয়েল যখন কলকাতায় গেছিলো তখন ও জেনেছিল কিন্তু জেনেও আমাকে আমার মঞ্জুর থেকে আলাদা করে নিজের করতে ছেয়েছিল ! আমি যদি খারাপ ছেলে হতাম তাহলে হয়ত আমি এতদিন কোয়েলের সাথে এঞ্জয় করে চুপচাপ পালিয়ে যেতাম ! কিন্তু আমি সেতা করিনি ! কারন আমার সেই জায়গাটা আমি কাউকে দিতে পারবোনা ! সব জেনেও যদি কোয়েল এইরকম ব্যবহার করে তাহলে আমার দোষ কোথায় আমাকে বলতে পারেন ?
সুভাসবাবু বললেন " আমরা এইসবের বিন্দুবিসর্গ কিছহুই জানতাম না ! কোয়েল কলকাতা থেকে ফিরে এসে শুধু বলেছিল যে ও তোমাকে ভালবাসে ! তোমার ব্যবহারে কোনোদিন কোন বিরুদ্ধাচারন না দেখে তোমাকে আমরা জামাই বলে মেনে নিয়েছিলাম ! আমাদের উছিত ছিল তোমার সাথে আলোচনা করা ! কিন্তু সেটা আমরা করিনি ! আর সেটাই আমাদের বড় ভুল ! তুমি কিছু মনে করোনা বাবা ! আমরা কোয়েলকে বোঝাবো ! "
তারপরের দিন থেকে কোয়েল কলেজে আসা ছেরে দিল ! সুজাতা বলল "হয়ত নিজের ভুল বুঝে আমাদের সামনে আসতে লজ্জা পাচ্ছে ! দুএকদিনের মধ্যেই নিজের ভুল শুধরে ফিরে আসবে ! চিন্তা করোনা ! "
কিন্তু পনেরদিন হয়েগেল তখনও যখন কোয়েল কলেজে এলনা তখন আমি সুজাতাকে বললাম "একবার কোয়েলের বারি গিয়ে খোঁজ নিয়ে দেখো ! যদি দরকার পরে তাহলে কাল সকালে জোর করে ধরে নিয়ে এসো !
পরেরদিনও কোয়েল এলো না ! সুজাতা ও আসেনি ! তাহলে নিশ্চয়ই ও কোয়েলদের বাড়িতেই আছে ! আসবে নিশ্চয়ই !
সুজাতা দুপুরের পরে কলেজে এলো ! মুখ খুব গম্ভির ! আমরা তখন কলেজের ক্যান্টিনে খাবার খাচ্ছি ! এসেই রাজুর পাত থেকে স্প্রিং রোলের এক্তা টুকরো মুখে নিয়ে গম্ভির ভাবে রাজুকে বলল " চলো আমরা কালই রেজিস্ট্রি ম্যারেজ করে নিই ! নাহলে পরিক্ষার পরে তুমিও আমাকে ছেরে চলে যাবে "
ব্যাপারটা কি হটাত কি এমন হোল যে সুজাতা রেজিস্ট্রি সেরে ফেলতে ছাইছে ! কোয়েলকে রাজু বলল " কি হয়েছে সেটা আগে বলবে ? আসল ঘটনা না বলেই বিয়ে সেরে নিতে ছাইছ ?"
- কোয়েলরা হায়দেরাবাদ ছেরে বাংলায় চলে গেছে ! ওর দাদা বাড়িতে ছিল গত পরশুই ওরা কলকাতা চলে গেছে ! ওর বাবা নিজের ট্রান্সফার বাংলায় করিয়ে নিয়েছে ! এখন থেকে ওরা ওখানেই থাকবে !
- তাহলে কোয়েলের ফাইনাল পরিক্ষা ? সমির কথার উত্তরে সুজাতা বলল "জানিনা ! "
সবাই আমার দিকে তাকিয়ে আছে ! কোয়েলের হায়দেরাবাদ ছেরে চলে যাবার জন্য আমিই দ্বায়ি ! সবার চাহুনিতে বুঝতে পারলাম যে কোয়েলের চলে যাওয়াকে ওরা আমাকেই দোষী মানছে !
খাবার ছেরে আমি উঠে পরলাম ! "তোরা কি বলতে ছাইছিস আমার জন্য কোয়েল কলেজ ছেরে চলে গেল ? তোরা সব জেনেও যদি আমাকে দোষ দিস তাহলে আমার আর কিছহুই করার নেই ! কারন আমি কোয়েলের জন্য মঞ্জুকে ধোঁকা দিতে পারবোনা !" বলেই আমি সোজা হস্টেলের রুমে ফিরে এলাম ! কিছুই ভাল লাগছেনা ! আমার জীবনের সাথে এগুলো কি ঘতে চলেছে ?
ঘণ্টা খানেক পরে সমির আর রাজু এলো ! দুজনের মুখই গম্ভির !
আমার সামনে বসে বলল " আমরা কাল রেজিস্ট্রি অফিসে যাব ! তোকেও আমাদের সাথে যেতে হবে ! "
কিছু বুঝতে না পেরে ওদের দিকে তাকালাম !
সমির বলল কাল আমি আর হরপ্রিত রাজু আর সুজাতা বিয়ের আবেদন করে আসব ! কোয়েলের চলে যাওয়াকে ওরা ভালভাবে মেনে নিতে পারছে না ! তাই ওরা এখন থেকেই আমাদের বেঁধে রেখে দিতে চাইছে !
- সেটা খুবই ভাল কথা ! তবে যা কিছু করবি তার আগে নিজের বাবা মাকে জানিয়ে করবি ! কারন আমার বিয়ে আমার বাবা মা সবার অজান্তেই হবে ! আমি নিজেই জানিনা আমার ভালবাসার জন্য আরও কতো গুনগাত দিতে হবে ! কিন্তু তোদের পরিস্থিতি সেইরকম নয় ! তাই নিজেদের আভিভাবকদের জানিয়ে দিস ! পরে যেন ওনারা তোদের দোষারোপ না করেন !
- কিন্তু বাবা মাকে কি ভাবে বলব ? সমির আর রাজু দুজনেই বলে উঠল !
- যেমন করে বাবা মায়ের সাথে সমস্ত কথা শেয়ার করিস ঠিক সেই ভাবেই বলবি !
ওরা গভির চিন্তায় দুবে গেলো !
আমি বললাম "যদি তোরা সত্যি করেই হরপ্রিত আর সুজাতাকে ভালবাসিস তাহলে তোদের বুক শক্ত করে এই সময়টাকে ফেস করতে হবে ! হয়ত তোদের বাবা মা একটু অফেনডেট হবেন ! কিন্তু পরে সব মেনে নেবেন বলেই আমি মনে করি !
ঠিক হোল রেজিস্ট্রি করার আগে সবাই সবার বাবা মায়ের সাথে কথা বলে পারমিসন চাইবে !