13-12-2020, 11:49 AM
(13-12-2020, 10:56 AM)fahunk Wrote: বাহ্,,,পুরনো কেরেক্টারগুলোর দেখা পেয়ে ভালো লাগলো... সামনে হয়তো আরো অনেকের দেখা মিলবে... মেঘ আর মেঘার কথা মনে পড়ে মাঝে মাঝে,,,ওদের হাল হকিকত একটু কেমন চলছে কে জানে!
'' তোমার মহা বিশ্বে কিছু হারায় না তো কভু '' - একটি বিখ্যাত গানের কলি । জীবনেও যা' সম্পৃক্ত । তাই, আশা নয় , ভরসা আর বিশ্বাস-ই রাখা যায় - ''ওরা'' আবার আসবে । আবার । বারবার । - সত্য-আধারিত এই লেখা - কল্পিত কাহিনী নয় , কেবল আমার অতি অল্পক্ষম রচনা-গুনে ( পড়ুন - 'দোষে' ) হয়তো তেমন নজর আর আনুকূল্য পাচ্ছে না বন্ধুদের । - আপনার সাথে সক্কলকে প্রীতি-সালাম ।