Thread Rating:
  • 67 Vote(s) - 3.36 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance শেষের পাতায় শুরু (Completed)
(12-12-2020, 04:06 PM)bourses Wrote: পিনুরাম - কি? ঠিক আছে তো? দেখো, যেমন ভাবে আমাকে বলেছ, আমি কিন্তু ঠিক সেই ভাবেই তোমাদেরকে সবার সামনে তুলে ধরছি... না এতটুকু বেশি, না এতটুকু কম... 

রিশু - না, না, তোমার বলার মধ্যে যে কোন ফাঁক থাকবে না, সেটা আর আমাদের থেকে বেশি কে আর জানে... তবে হ্যা, এটা মানতেই হবে, চন্দ্রিকার কথাটা যে ভাবে এনেছ, এটা একেবারে দারুন হয়েছে... খুব বেশি নাটকিয় না হলেও, একটা বেশ হাল্কা করে ভাসিয়ে দিয়েছ ওর ফিরে আসাটা... 

ঝিনুক - তবে যাই বলো না কেন, তুমি পিনুদার তো কিছুই খারাপ দেখ না...

রিশু - কেন? তোমার আবার কি হল? দিব্বি তো সাজুগুজু করে রেডি, এর মধ্যে আবার পিনুদার কোন জিনিসটা তোমার পছন্দ হোলো না?

ঝিনুক - কেন? আমি যে ওই অত্তোওও সেজে গুজে গেলাম তোমার সাথে দেখা করতে, ওই রকম একটা পা চাপা জিন্স পরেছিলাম, সেখানে পিনুদা শুধু আমার থাইটাই দেখলো, আর জিন্সটা যে আমার এত সুন্দর গোল গোল পাছার ওপরে একেবারে কেটে বসেছিল, কই, সেটার ব্যাপারে তো পিনুদা কিছু বলল না? আমার বুঝি খারাপ লাগে না এই ভাবে না বললে? হু? তুমিই বলো? যতই হোক, মেয়েদের পাছাটা কিন্তু একেবারে আলাদা একটা ব্যাপার... ওটা ছেলেরা যতই চেষ্টা করুক, ওই জিনিস হবে না কস্মিনকালেও... হু হু বাবা, এ একেবারে মেয়েদের নিজস্ব জিনিস... মেয়েদের বুক কিছুদিন পর ঝুলে যায়, আকর্ষন হারায়, মুখের সৌন্দর্য নষ্ট হয়ে গিয়ে বুড়িয়ে যায় তারা, কিন্তু পাছার গড়ন, সেটা একেবারে অন্যরকম, ওটার দিকে কিন্তু সকলে একবার করে তাকিয়ে দেখে নেয়... এমন কি মেয়েরাও ছাড়ে না, ঠিক আড় চোখে দেখে নেয় একবার, নিজের থেকে কতটা ভালো কি মন্দ...  কি পিনুদা, আমি ঠিক বলিনি?

পিনুরাম - আমি আর কি বলি বলো, তোমার কথা নিজের থেকে কিছু বলতে গেলেই তো ওদিকে তোমার বৌদি রে রে করে তেড়ে আসে... এই যতটুকু তোমার দেহের বিবরণ দিয়েছি, তাও কতবার যে তোমার বৌদি সেটা দেখে এডিট করে দিয়েছে যদি জানতে... তারপর ছাড়পত্র পেয়েছি এখানে আপডেট দেবার... হাঃ, আমার দুঃখ আর কে বোঝে...

রিশু - ঠিকই করেছ পিনুদা... আমি তোমার ফরে আছি... অত পাছা দেখানোর কি আছে শুনি? বুক, থাই, সবই তো বলেছে, না হয় পাছার কথাটা পরেই বলবে, সেটা আমাদের যখন রাতে...

ঝিনুক - অ্যাাই... চুপ চুপ... কি হচ্ছে টা কি? তুমি কি পিনুদার সামনেই সব বলে বসবে নাকি? এ বাবা... ইশশশ... কি লজ্জা... তোমার না মুখের কোন রাখ ঢাক নেই... মাগো... এই সব কথা গুরুজনদের সামনে কেউ বলে? হে ভগবান, মা আমায় কার হাতে তুলে দিলো? যদি একটু বুদ্ধিটা থাকতো...

রিশু - কি? আমার বুদ্ধি নেই? এই যে সুন্দরী, আমি কিন্তু একজন ডাক্তার, সেটা মনে রেখো...

ঝিনুক - ডাক্তার না ছাই... ঐ তো একটা হাড়ের ডাক্তার... কথায় কথায় কি সব নাম বলে হাড়ের... অর্ধেক বুঝতেও পারি না বাপু... আমি তো ছোট বেলা থেকেই হাড় বলতে হাড়ই জেনে এসেছি, এখন এই তোমার পাল্লায় পড়ে হাড়েরও কত নাম শুনতে হচ্ছে... বাপরেএএএএ...

রিশু - তুমি আর কি শুনেছ? সারাদিন তো কানে হেডফোন গুঁজে গান শুনেছ, আর ধেই ধেই করে নেচে বেরিয়েছ... এই নাম জানতে কত কাঠখড় পোড়াতে হয় সে খেয়াল আছে তোমার?

ঝিনুক - (আকাশের দিকে দুই হাত জোড় করে তুলে ধরে) রক্কে কর রগুবীর, রক্কে করো... (বলার ফাঁকে ট্যারা চোখে রিশুর দিকে তাকায় সে)

পিনুরাম - এই তোমরা এবার নিজেদেরকে নিজেরাই সামলাও, আমি কাটি...

ঝিনুক - এ বাবা, তুমি কোথায় চললে পিনুদা, আমি চায়ের জল চাপিয়েছি... তোমার হিরোর রেসিপী দিয়ে বানানো চা... তুমি না খেয়ে গেলে আমার কি আর রক্ষে আছে নাকি? প্লিজ, একটু অপেক্ষা করো, আমি এই গেলাম আর এলাম... (দ্রুত পায়ে ঝিনুকের প্রস্থান...)

পিনুরাম - চন্দ্রিকাকে কিন্তু একেবারে মক্ষম জবাব দিয়েছ তুমি... ঠিক যেমনটা ওই খানে দরকার ছিল...

রিশু - কি করবো বলো? এমনিতেই আমার চট করে মাথা গরম হয়ে যায়, তার ওপরে ঠিক ওই সময় ওর আবির্ভাব, তাও তো এখন আগের থেকে অনেক মাথা ঠান্ডা রাখি, মা তো কত বার বলেছে এই ভাবে হুট করে মাথা না গরম করতে...

পিনুরাম - (একটু মুচকি হেসে) এটা কি ঝিনুকের প্রভাব তাহলে?

রিশু - (মাথাটা নিচু হয়ে যায় সামান্য, গলার স্বরে মিশে থাকে এক রাশ ভালোবাসার অনুভূতি) জানি না, তবে হয়তো তাই? চন্দন কাঠের সাথে অন্য কাঠ থাকতে থাকতে সে কাঠেও তো চন্দনের গন্ধ লেগেই যায়, তাই না? এটাও হয়তো তাইই হয়েছে... এই রকম একজন আমার জীবনে আসবে, সত্যিই পিনুদা, ভাবিনি কখনও, শুধু ভাবিনি বলবই বা কেন? কল্পনাতেও তো ছিল না কোনদিন...

পিনুরাম - তাহলে? এখন সব ঠিক? একেবারে ক্লাউড নাইনে ভাসছ বলো বৎস?

রিশু - (মুচকি হেসে) এখনও সম্পূর্ণ ভাসা হয় নি, আজকেই তো তোমার ঝিনুক পার্লার থেকে ফিরলো, অবস্য তোমায় আর কি বলছি, তুমি তো জানই সব কিছু... এবার কতটা ভাসবো, সেটা তো এখন ওই সুন্দরীর হাতে...

পিনুরাম - সবটাই কি সুন্দরীর হাতে? নাকি...?

রিশু - (মাথা নাড়ায়) না, সবটা ওর হাতে না, সেটা আমিও জানি, আর সেই জন্যই তো মায়ের কথা মত আমিও পা বাড়িয়ে ফেলেছি... 

পিনুরাম - তোমাদের দেখে আমার মনের মধ্যে একটা গান এখুনি গুনগুনিয়ে উঠছে...

রিশু - (ভুরু কুঁচকে) কোন গান?

পিনুরাম - দাড়িবুড়োর গান

              ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান –

              তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান –
              আমার আপনহারা প্রাণ, আমার বাঁধন-ছেঁড়া প্রাণ ।।
 
              তোমার অশোকে কিংশুকে
              অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে,
              তোমার ঝাউয়ের দোলে
              মর্মরিয়া ওঠে আমার দঃখরাতের গান ।।

ভেতর থেকে ঝিনুকের গলা ভেসে আসে...

              পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়
              রূপসাগরের পারের পানে উদাসী মন ধায় ।
              তোমার প্রজাপতির পাখা
              আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন-স্বপন-মাখা ।
              তোমার চাঁদের আলোয়
              মিলায় আমার দুঃখসুখের সকল অবসান ।।

রিশুর বসার ঘরটার বাতাসে একটা মিষ্টি ভালোলাগার ছোঁয়া ভেসে বেড়ায়...

Heart Heart Heart Heart Heart

এই ব্যাকস্টেজের সিনটা তো আলাদাই মাত্রা এনে দিল ! ৪৮ ক্যারেটের হীরের অলংকার !  Heart Heart Heart Heart
[+] 4 users Like Mr Fantastic's post
Like Reply


Messages In This Thread
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 18-10-2020, 01:30 PM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 21-10-2020, 04:16 PM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 22-10-2020, 03:41 AM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 21-10-2020, 04:13 PM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 22-10-2020, 02:49 PM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 27-10-2020, 02:59 AM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 28-10-2020, 12:21 PM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 28-10-2020, 10:20 PM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 29-10-2020, 01:29 AM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 30-10-2020, 11:22 AM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 01-11-2020, 01:37 AM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 02-11-2020, 12:51 PM
পর্ব আট – (#2-38) - by pinuram - 08-12-2020, 05:19 PM
RE: পর্ব আট – (#2-38) - by pinuram - 09-12-2020, 06:58 PM
Block Guest Users! - by pinuram - 09-12-2020, 11:47 PM
RE: Block Guest Users! - by dreampriya - 10-12-2020, 09:46 AM
RE: Block Guest Users! - by pinuram - 10-12-2020, 12:18 PM
RE: শেষের পাতায় শুরু - by Mr Fantastic - 12-12-2020, 06:35 PM
পর্ব আট – (#6-42) - by pinuram - 14-12-2020, 11:37 PM
পর্ব আট – (#7-43) - by pinuram - 14-12-2020, 11:38 PM
পর্ব আট – (#8-44) - by pinuram - 14-12-2020, 11:38 PM



Users browsing this thread: 38 Guest(s)