12-12-2020, 01:00 PM
(12-12-2020, 02:47 AM)বাউন্ডুলে Wrote: দাদা চন্দ্রিকার আচরণ বড্ড প্রেডিক্টেবল লাগলো, আর একটা প্রশ্ন দয়া করে মাইন্ড করবেন না, রিশু আর ঝিনুকের সম্পর্কের বিল্ডআপ টা খুব কুইক মনে হলো, সম্পর্ক তো বড়সড় কোন স্টেটমেন্ট দিয়ে শুরু হয় না। এটা গড়ে ওঠে। ছোট খাট ব্যাপারে একসাথে চলার মধ্য দিয়ে। ভালবাসায় বর্তমানযুগের আধুনিক আচরণ কি তাড়াহুড়ো নয়?? এ কারণেই কি আমরা মানুষকে জানতে ভুল করি না??
অনেক কিছুই প্রেডিক্ট করা যায় এতে অসুবিধে কোথায়? এই যেমন প্রেমে চুম্বন আসবেই সেটা তো জানা কথা তাই চন্দ্রিকা ওর জীবনে দ্বিতীয় বার আসবে সেটাও জানা কথা ছিল! এবারে আসি রিশু আর ঝিনুকের মধ্যের সম্পর্কের বিল্ডআপ নিয়ে, মানুষের মন কখন কি ভাবে কার সাথে জুড়ে যাবে কেউ জানে না, কখন সারা জীবন ধরে পাশাপাশি থাকার পরেও মনে হয় পাশের মানুষটা অচেনা, কখন একজন মানুষের একটা কথায় বোঝা যায় মানুষটা সত্যি কেমন! রিশু কেন ঝিনুককে ভালোবাসে, সেটা চন্দ্রিকাকে জানিয়ে দিয়েছে, হয়ত পরে কখন ঝিনুকের মুখে শুনতে পারবো কি ভাবে রিশুর প্রতি এই চোখবন্ধ করা ভরসা এলো! এই ভরসাটাই কিন্তু মানুষের প্রতি মানুষের ভালোবাসার জন্ম দেয়! ভালোবাসা কোন জিনিস নয়, এটা একটা মানসিক আবেগ অনুভূতি, ভিন্ন মানুষের মন ভিন্ন ভাবে কাজ করে !!!!!!