12-12-2020, 11:31 AM
(11-12-2020, 11:55 PM)pinuram Wrote: এমা আমার ঝিনুক যে এর আগেই পার্লার থেকে বেড়িয়ে গেছে এটা জানলে তাহলে আগেই বলে দিতাম! আচ্ছা একটা কথা বলুন, এইসব সত্যি কি পার্লারে করা হয়? আসলে ডাক্তার মানুষ তো তাই জানি না আর এই আপনাদের পিনুরাম আগে থেকে আমাকে কিছুই জানায়না! ও ব্যাটা সব জানে তাও আমাকে একাবার বলল না! যাই হোক, পরে ভেবে দেখা যাবে আমার প্রান প্রেয়সীকে কি ভাবে সাজানো যায়! আপনার কথা আমি নিশ্চয় মনে রাখব! তবে হ্যাঁ, আপনার ওপরে আমার একটু অভিমান আছে, আপনি কি না সর্বদা আমার প্রান প্রেয়সীকে নিয়ে পরে থাকেন, তাতে কিন্তু আমার ভীষণ হিংসে হয়! বুঝতেই পারছেন দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র স্ত্রী বুড়ো বয়সে বিয়ে করেছি একটা কচি মেয়েকে, তাই একটু কম করেই যদি আমার প্রেয়সীর দিকে নজর দেন তাহলে ভালো হবে না হলে জানেন তো আমি অরথোপেডিক সার্জেন, কোথাকার হাড় কোথায় জুড়ে দেবো... হে হে হে না না আপনাকে কি আর ধমক দিতে পারি নাকি, ভয় তো আমার মনের মধ্যেও আছে তাই না, যদি আপনি পাছে সুত্রধর মশাই শয়তান পিনুরামের কাছে আমার নালিশ করে দেন তাহলে দেখলাম সেই শয়তানটা নিজের ইচ্ছে মত আমার ঝিনুককে অন্য কারুর হাতে বিলিয়ে দেবে! ভুলভাল কিছু বললে নিজ গুনে ক্ষমা করে দেবেন !!!!
-- ইতি ডক্টর অম্বরীশ সান্যাল
হা হা ।। খুুুব সুন্দর বলেছেন ।।আপনি তো খুব রসিক মানুষ আছেন ।।