12-12-2020, 11:25 AM
(11-12-2020, 07:31 PM)Mr Fantastic Wrote: পর্বটা সবমিলিয়ে অসাধারণ লাগল, বিশেষ করে ঝিনুক যেভাবে খোলস ছেড়ে বেরিয়েছে সেটা ফাটাফাটি রিশুর এই পরিবর্তনটা ভালো লাগছে। ঝিনুক আর রিশুর কথোপকথন, শরীরী ভাষা সবই এখন আদর্শ যুগলের মতো হয়ে গেছে রিশুকে বলি, তোমার প্রেয়সীকে বলো পুরো ক্লিন না করে ল্যান্ডিং স্ট্রিপ রাখতে, দেখবে ওই ডিজাইন তোমাকে পাগল করে দেবে ! আর চন্দ্রিকাকে পরবর্তী কালে গল্পে দেখবো বলেছিলাম, ঠিক তাই হল। ও এখনও রিশুকে ভালোবাসে। বিয়েটা রিশুর উপর রাগ করেই করেছিল, প্রেমহীন বিয়ে টেকে না আজকাল, তাই ওদের সেপারেশন। জানি না এরপর কি হবে, ছ' বছর আগে যেটা হয়েছিল সেটাতে কাউকেই দোষ দেওয়া যায় না তবে রিশু যদি এখন চন্দ্রিকার ওপর দুর্বল হয়ে পড়ে তাহলে খুব বড়ো ভুল হবে।
Seser line e rishur uttar sune mone holo seta ar hobar noi ...Ai natun jibone se jhinuk kei accept kore niyeche .. + 1 reps added ..