12-12-2020, 12:10 AM
(12-12-2020, 12:03 AM)Baban Wrote: অম্বরীশ দা.... চিন্তা নেই আমার কাছে একটা মূর্তি আছে.... আপনার বাড়ি পাঠিয়ে দেবো..... তারপর আর চিন্তা নেই.... শুধু সেদিন দিনের মধ্যেই ওটা পিনুদার বাড়িতে পৌঁছে দেবেন সেটি..... বদলা কমপ্লিট কিছু দিনেই
পিনুরাম -- এই যে একটু কি অন্য থ্রেডে ঘুরতে গেছি এখানে এসে দেখি রিশু আর তুমি মিলে আমার পেছনে কাঠি দেওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছ!
রিশু -- এই যে আপনি মশাই, হ্যাঁ পিনুরাম, এখানে আমার আর বাবানদার মধ্যে কথা হচ্ছে, আপনি নিজেই তো নিজের থ্রেডে লিখেছেন যে এখানে আমাকে কেউ কিছু বললে কোন তৃতীয় ব্যাক্তি কিছু বলবে না, তাহলে যখন আমার আর বাবানদা কথা বলছে তখন মানে মানে কেটে পরুন!
আর হ্যাঁ বাবানদা আমার ঠিকানা অতি সহজ, দিল্লীর এমেস খুঁজলেই আমাকে পেয়ে যাবেন, পাঠিয়ে দেবেন তো আপনার এই মূর্তিটা!!!!